ঢামেক প্রতিবেদক
রাজধানীর গুলশানে ব্যবসায়ী দুই ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের কাছ থেকে ৮০ লাখ টাকা ও বেশ কিছু ডলার ও ইউরো ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আহতেরা।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে গুলশান-২ ইসিজি মার্কেটের সামনে হামলা শিকার হন তারা। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আহতেরা হলেন—আব্দুল কাদের শিকদার (৩০) ও তাঁর মামাতো ভাই আমির হামজা (২৫)। বর্তমানে তাঁরা গুলশান ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহত আব্দুল কাদেরের ছোট ভাই মিন্টু শিকদার বলেন, তাঁদের বাসা গুলশানে। তাঁর বড় ভাই আব্দুল কাদের ও মামাতো ভাই আমির হামজা মানি এক্সচেঞ্জের ব্যবসা করেন। রাতে কাজ শেষ করে মোটরসাইকেল করে বাসায় ফিরছিলেন। গুলশান ইসিজি মার্কেটের সামনে আসলে ইয়াছিনসহ ১০ থেকে ১২ জন ব্যক্তি একটি মোটরসাইকেলের গতি রোধ করে। পরে তাদের দুজনকে রড ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।
তিনি আরও বলেন, এ সময় তাদের কাছ থেকে ২৫ হাজার ডলার, ২০ হাজার ইউরো এবং ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গুলশান ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, রাতে গুলশান এলাকা থেকে দুজন ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনেরা তাদের অন্য হাসপাতালে নিয়ে গেছেন।
রাজধানীর গুলশানে ব্যবসায়ী দুই ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের কাছ থেকে ৮০ লাখ টাকা ও বেশ কিছু ডলার ও ইউরো ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আহতেরা।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে গুলশান-২ ইসিজি মার্কেটের সামনে হামলা শিকার হন তারা। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আহতেরা হলেন—আব্দুল কাদের শিকদার (৩০) ও তাঁর মামাতো ভাই আমির হামজা (২৫)। বর্তমানে তাঁরা গুলশান ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহত আব্দুল কাদেরের ছোট ভাই মিন্টু শিকদার বলেন, তাঁদের বাসা গুলশানে। তাঁর বড় ভাই আব্দুল কাদের ও মামাতো ভাই আমির হামজা মানি এক্সচেঞ্জের ব্যবসা করেন। রাতে কাজ শেষ করে মোটরসাইকেল করে বাসায় ফিরছিলেন। গুলশান ইসিজি মার্কেটের সামনে আসলে ইয়াছিনসহ ১০ থেকে ১২ জন ব্যক্তি একটি মোটরসাইকেলের গতি রোধ করে। পরে তাদের দুজনকে রড ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।
তিনি আরও বলেন, এ সময় তাদের কাছ থেকে ২৫ হাজার ডলার, ২০ হাজার ইউরো এবং ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গুলশান ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, রাতে গুলশান এলাকা থেকে দুজন ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনেরা তাদের অন্য হাসপাতালে নিয়ে গেছেন।
সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক এমপি সাদেক খানকে ফের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্যদিকে সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ চারজনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন
৪ মিনিট আগেদেশের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশের পর পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট ও একটি ভিলা ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক জাকির হোসেন এই নির্দেশ দেন।
১৯ মিনিট আগেসিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় রিফাত আহমেদ কিবরিয়া (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ বুধবার উপজেলার ছত্তি এলাকায় এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেকুড়িগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলাটি নিষ্পত্তি করা হয়েছে। আজ বুধবার কুড়িগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর আমলি) মো. মজনু মিয়ার আদালত এ আদেশ দেন।
৩৫ মিনিট আগে