Ajker Patrika

রাজধানীতে মধ্যরাতে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন দম্পতি, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৪৬
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর উত্তরায় মধ্যরাতে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন স্বামী–স্ত্রী। হাসপাতালে আনার পর কয়েক ঘণ্টার ব্যবধানে দুজনেরই মৃত্যু হয়েছে। তাঁরা হলেন আব্দুর রহমান রাব্বি (৩২) ও কারিমা আক্তার মিম (৩০)।

গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উত্তরা বিএনএস সেন্টারের বিপরীত পাশের রাস্তায় পড়ে ছিলেন এই দম্পতি। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত পৌনে ৩টার দিকে চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে মারা যান রাব্বি।

নিহতদের বন্ধু তানজিলা জানান, তাঁদের বাসা গাজীপুরের টঙ্গী কলেজগেট এলাকায়। রাব্বির গ্রামের বাড়ি টাঙ্গাইলে। গতকাল তানজিলার স্বামী মুনতাসির মাহমুদের জন্মদিন ছিল। এ উপলক্ষে কলেজগেটে তানজিলাদের বাসায় বেড়াতে গিয়েছিলেন রাব্বি–মিম দম্পতি। সেখানে জন্মদিন উদ্‌যাপন করার পর মুনতাসিরের কাছে রাতে বাইরে খাবার খাওয়ার আবদার করেন রাব্বি। সেই আবদারে দুজন পৃথক দুটি মোটরসাইকেলে টঙ্গী থেকে ঢাকায় ঢুকছিলেন। মিরপুর-২ অথবা ৩০০ ফিট এলাকায় কোনো একটি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়ার উদ্দেশ্য ছিল তাঁদের।

তানজিলা আরও জানান, রাব্বির মোটরসাইকেলটি ছিল পেছনে। উত্তরা থেকে কিছুদূর আগানোর পর রাব্বির অবস্থান জানতে তিনি কল করলে এক পুলিশ কর্মকর্তা ফোন রিসিভ করেন এবং জানান, উত্তরা বিএনএস সেন্টারের বিপরীত পাশে দুর্ঘটনায় আহত হয়ে পড়ে আছেন তাঁরা। সঙ্গে সঙ্গে তাঁরা সেখানে গিয়ে দুজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত পৌনে ৩টার দিকে চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল পৌনে ৭টার দিকে মারা যান রাব্বি।

রাব্বি এবং মিম চার-পাঁচ বছর আগে বিয়ে করেছেন। তাঁদের কোনো সন্তান নেই। দুজনই বেকার ছিলেন বলে জানান স্বজনেরা।

এদিকে, উত্তরা (পূর্ব) থানার উপপরিদর্শক এসআই জসিম উদ্দিন দেওয়ান জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তায় দুজনকে পড়ে থাকতে দেখা যায়। পাশেই তাঁদের মোটরসাইকেলটি পড়ে ছিল। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রাও কেউই দুর্ঘটনা ঘটতে দেখেনি। রাতেই তাঁদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁদের মৃত্যু হয়। মরদেহ দুটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নবরাত্রির জন্য বছরজুড়ে অপেক্ষা, পিরিয়ডের কারণে পালন করতে না পেরে আত্মহত্যা

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির আপত্তি ও শর্ত

চুরির অপবাদে ছাত্রলীগ নেতাকে নির্যাতন ছাত্রদল নেতার, টাকা দিয়ে মুক্তি

৩০টির বেশি মার্কিন পণ্যের আমদানি শুল্ক পর্যালোচনার উদ্যোগ

আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি, তবে আমরা সব সময় সম্মান করি: ইউনূসকে মোদি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত