Ajker Patrika

ঢাকায় রেড ক্রিসেন্টের কেন্দ্রীয় কার্যালয় মারামারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০১: ০৬
ঢাকায় রেড ক্রিসেন্টের কেন্দ্রীয় কার্যালয় মারামারি

কমিটি গঠনকে কেন্দ্র করে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্টের ঢাকার কেন্দ্রীয় কার্যালয় দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ রোববার সন্ধায় রাজধানীর মগবাজারে সংস্থাটির কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হামলায় আহত স্বেচ্ছাসেবীদের এক পক্ষের দাবি—এখনো রেড ক্রিসেন্টে বিগত সরকারের অনুসারি ও দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছে। প্রভাব খাটিয়ে অর্থনৈতিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকায় অনেক আগেই তাদেরকে রেড ক্রিসেন্টের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতিপ্রাপ্ত সেসব স্বেচ্ছাসেবীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ তাদের ওপর হামলা চালিয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থলে থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি। তারা এখনো তৎপর রয়েছে। তাদের রেড ক্রিসেন্ট থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান তারা।

একই ঘটনায় অপর পক্ষের দাবি—কমিটি নিয়ে ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষের মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।

সংস্থার পরিচালক (প্রশাসন) ইমাম জাফর শিকদার সাংবাদিকদের বলেন, এ ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

কত টাকা বেতন পান নাসার মহাকাশচারীরা

ভারত নির্ভরতা কাটাতে নীতি তৈরি করেছি: ফয়েজ আহমদ তৈয়্যব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত