নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের হামলার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সানজিদুল হাসান ইমন জড়িত নন বলে দাবি করেছেন তাঁর মা ডা. সুলতানা জাহান। তিনি দাবি করেন, ইমন বর্তমানে বিদেশে আছেন, তাঁকে ষড়যন্ত্র করে এই হামলায় ফাঁসানো হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সাবেক প্রধান ডা. সুলতানা জাহান বলেন, ‘গত ১০ জানুয়ারির হামলার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।’
ইমনের মা সুলতানা দাবি করে বলেন, ‘ইমন আওয়ামী নেতা ও মন্ত্রীদের রোষানলে পড়ে একাধিক মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে বিনা বিচারে বছরের পর বছর জেলখানায় আটক ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইমন জামিনে মুক্তি পায়। ইমন বর্তমানে বিদেশে। কিন্তু তাঁকে এলিফ্যান্ট রোডের হামলায় আসামি করা হয়েছে।’
সুলতানা জাহান বলেন, ‘মার্কেটের সিসিটিভি ও একাধিক ডিভাইসে ধারণকৃত ছবি ও ভিডিও ফুটেজে কোথাও ইমনের উপস্থিতি নেই। আমার সন্তান ইমন যদি তাদের কারও কাছে কখনো চাঁদা চেয়ে থাকে, তাহলে বিষয়টি এত দিনে পুলিশ, র্যাব, ডিবি, সোনাবাহিনীকে জানানো হয়নি কেন? অথবা ফোন কলে তাদের কাছে চাঁদা চাওয়ার কল রেকর্ড যদি থাকে, তাহলে তা প্রশাসনের কাছে প্রেরণ করেনি কেন? আমার সন্তান যদি সশরীরে চাঁদা দাবি করে থাকে, তাহলে তার সিসিটিভি ফুটেজ প্রশাসনের কাছে প্রেরণ করেনি কেন?’
ইমনের মায়ের সুলতানা জাহানের অভিযোগ, ‘মামলার বাদী ওয়াহিদুল হাসান দিপু পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের আপন বড় ভাই। গত ৫ আগস্টের পর বসিলায় জোড়া খুনের ঘটনা সে নিজের হাতে ঘটিয়েছে বলে ওই মামলার তদন্ত সূত্রে আমরা জেনেছি। এ বিষয়ে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে। মামলায় ১ নম্বর আসামি পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল এবং ২০০১ থেকে ২০০৬ সালের মোহাম্মদপুরের সাবেক ৪৬ ও বর্তমান ৩১ নম্বর ওয়ার্ড বিএনপি কমিশনার রাজু হত্যার ২ নম্বর আসামি এই ওয়াহিদুল হাসান দিপু।’
ডা. সুলতানা সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের আরও জানাচ্ছি যে, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান মার্কেটের সভাপতি নির্বাচনে শুধুমাত্র একটা ফরম বিক্রি হয়েছে। অন্য কাউকে ফরম কিনতে দেয়নি এই শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল। তিনি সবাইকে হুমকি দিয়ে সভাপতি পদের ফরম কেনা থেকে বিরত রাখায় ওয়াহিদুল হাসান দিপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কেটের সভাপতি পদে বিজয়ী হয়। আমাদের ধারণা-তিনি এই মার্কেটটি নিজের দখলে রাখার জন্য হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।’
তিনি বলেন, ‘শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ও তাঁর ভাই ওয়াহিদুল হাসান দিপু আমাদেরকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করার লক্ষ্যে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি সুষ্ঠু তদন্তের দাবি জানাই।’
রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের হামলার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সানজিদুল হাসান ইমন জড়িত নন বলে দাবি করেছেন তাঁর মা ডা. সুলতানা জাহান। তিনি দাবি করেন, ইমন বর্তমানে বিদেশে আছেন, তাঁকে ষড়যন্ত্র করে এই হামলায় ফাঁসানো হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সাবেক প্রধান ডা. সুলতানা জাহান বলেন, ‘গত ১০ জানুয়ারির হামলার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।’
ইমনের মা সুলতানা দাবি করে বলেন, ‘ইমন আওয়ামী নেতা ও মন্ত্রীদের রোষানলে পড়ে একাধিক মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে বিনা বিচারে বছরের পর বছর জেলখানায় আটক ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ইমন জামিনে মুক্তি পায়। ইমন বর্তমানে বিদেশে। কিন্তু তাঁকে এলিফ্যান্ট রোডের হামলায় আসামি করা হয়েছে।’
সুলতানা জাহান বলেন, ‘মার্কেটের সিসিটিভি ও একাধিক ডিভাইসে ধারণকৃত ছবি ও ভিডিও ফুটেজে কোথাও ইমনের উপস্থিতি নেই। আমার সন্তান ইমন যদি তাদের কারও কাছে কখনো চাঁদা চেয়ে থাকে, তাহলে বিষয়টি এত দিনে পুলিশ, র্যাব, ডিবি, সোনাবাহিনীকে জানানো হয়নি কেন? অথবা ফোন কলে তাদের কাছে চাঁদা চাওয়ার কল রেকর্ড যদি থাকে, তাহলে তা প্রশাসনের কাছে প্রেরণ করেনি কেন? আমার সন্তান যদি সশরীরে চাঁদা দাবি করে থাকে, তাহলে তার সিসিটিভি ফুটেজ প্রশাসনের কাছে প্রেরণ করেনি কেন?’
ইমনের মায়ের সুলতানা জাহানের অভিযোগ, ‘মামলার বাদী ওয়াহিদুল হাসান দিপু পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের আপন বড় ভাই। গত ৫ আগস্টের পর বসিলায় জোড়া খুনের ঘটনা সে নিজের হাতে ঘটিয়েছে বলে ওই মামলার তদন্ত সূত্রে আমরা জেনেছি। এ বিষয়ে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে। মামলায় ১ নম্বর আসামি পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল এবং ২০০১ থেকে ২০০৬ সালের মোহাম্মদপুরের সাবেক ৪৬ ও বর্তমান ৩১ নম্বর ওয়ার্ড বিএনপি কমিশনার রাজু হত্যার ২ নম্বর আসামি এই ওয়াহিদুল হাসান দিপু।’
ডা. সুলতানা সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের আরও জানাচ্ছি যে, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান মার্কেটের সভাপতি নির্বাচনে শুধুমাত্র একটা ফরম বিক্রি হয়েছে। অন্য কাউকে ফরম কিনতে দেয়নি এই শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল। তিনি সবাইকে হুমকি দিয়ে সভাপতি পদের ফরম কেনা থেকে বিরত রাখায় ওয়াহিদুল হাসান দিপু বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কেটের সভাপতি পদে বিজয়ী হয়। আমাদের ধারণা-তিনি এই মার্কেটটি নিজের দখলে রাখার জন্য হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।’
তিনি বলেন, ‘শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ও তাঁর ভাই ওয়াহিদুল হাসান দিপু আমাদেরকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করার লক্ষ্যে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি সুষ্ঠু তদন্তের দাবি জানাই।’
পশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এই ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
১৬ মিনিট আগেপিস্তল–গুলিসহ বাগেরহাটের রামপালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার কালীগঞ্জ বাজারের একটি রাইস মিল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। আজ (শনিবার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
১৬ মিনিট আগেজনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।
১৯ মিনিট আগেখুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের জীবনে পরিবর্তনের আশা জাগাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের উদ্যোগ ‘প্রজেক্ট সমৃদ্ধি’। পুরোনো কাপড় আর পাটের সৃজনশীল ব্যবহারের মাধ্যমে শুধু পরিবেশবান্ধব পণ্য তৈরি নয় নারীদের স্বাবলম্বী করার পথ দেখাচ্ছে। পাশাপাশি, শিশুদের সৃজনশীল
২০ মিনিট আগে