Ajker Patrika

চরমোনাই পীরের ছোট ভাইয়ের প্রার্থিতা বাতিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৪ মে ২০২৩, ১৫: ১০
চরমোনাই পীরের ছোট ভাইয়ের প্রার্থিতা বাতিল

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদে চরমোনাই পীরের ভাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমসহ ছয় প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁদের আরেক ভাইয়ের প্রার্থিতা বাতিল হয়েছে। 

আজ বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়েরসহ মোট চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয় বলে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার ও রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির জানান।

বৈধ প্রার্থীদের মধ্যে আরও আছেন—আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান ও আলী হোসেন।

মনোনয়নপত্র বাতিল হওয়া অপর স্বতন্ত্র প্রার্থীরা হলেন—লুৎফুল কবির, আসাদুজ্জামান ও নেছারউদ্দিন।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১৬ মের মধ্যে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। মনোনয়ন বাছাই হয়েছে বৃহস্পতিবার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত