বরগুনা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় হাড়িটানা ছালেহিয়া দাখিল মাদ্রাসার এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কিশোর গ্যাং এর হামলার শিকার হয়েছে তিন কিশোর। মঙ্গলবার রাতে আহত কিশোরদের অভিভাবকরা পাথরঘাটা থানায় এসে বিষয়টি পুলিশকে জানায়।
হামলার শিকার তিন কিশোর হলেন-হাড়িটানা গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. রাকিব (১৫), মৃত খলিলুর রহমানের ছেলে জাকারিয়া (১৫) ও লাল মিয়া খানের ছেলে ইমরান (১৭)। তারা সবাই পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের পাথরঘাটা-পদ্মা সড়কের আলমের দোকানের পূর্ব পাশে তিন কিশোরকে পিটিয়ে আহত করার ঘটনাটি ঘটে। মাদ্রাসার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্থানীয় কিশোর গ্যাং গ্রুপের সদস্য রাব্বি প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে রাব্বি পথেঘাটে উত্ত্যক্ত করত। সবশেষ গতকাল সোমবার ওই ছাত্রী উত্ত্যক্তের শিকার হলে তার সহপাঠী রাকিব এর প্রতিবাদ করে। প্রতিবাদের জেরে ওই কিশোর গ্যাং পরিচালিত মেসেঞ্জার গ্রুপে রাকিবকে মারধরের পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার রাব্বি, রাহাতসহ ৬-৭ জন বখাটে কোড়ালিয়া বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে হাড়িটানা আলমের দোকানের পূর্ব পাশে রাকিবের ওপর লোহার পাইপ, মোটরসাইকেলের হাইডোলিক পাইপ এবং হকিস্টিক নিয়ে হামলা চালায়। রাকিবকে রক্ষা করতে বন্ধু জাকারিয়া ও ইমরান এগিয়ে এলে তাদেরও পিটিয়ে জখম করা হয়। হামলায় তিন কিশোর গুরুতর আহত হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, 'কিশোর গ্যাংয়ের সদস্যরা এরআগেও অনেক মেয়েকে উত্ত্যক্ত করেছে। এছাড়া তারা বাড়ির সামনে রাস্তার পাশে প্রতিনিয়ত মাদক সেবন করত। প্রতিবাদ করলে মারধরের হুমকি দিত।'
আহত রাকিব, ইমরান ও জাকারিয়া জানান, বিভিন্ন সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত রাব্বিসহ তার সহযোগীরা। প্রতিবাদ করাতেই আমরা হামলার শিকার। আমরা তাদের ভয়ে এখন পর্যন্ত উন্নত চিকিৎসা নিতে যাওয়ার সাহস পাইনি।
পাথরঘাটা সার্কেল তোফায়েল হোসেন সরকার বলেন, 'আমি মেসেঞ্জার গ্রুপের পরিকল্পনা দেখেছি। আমরা খোঁজ খবর নিচ্ছি। আমরা ওই কিশোরদের অভিভাবকদের থানায় ডেকেছি। বুধবার সকালে অভিভাবকদের সবাইকে নিয়ে থানায় বসব। অপরাধীরা কেউ ছাড় পাবে না।'
বরগুনার পাথরঘাটায় হাড়িটানা ছালেহিয়া দাখিল মাদ্রাসার এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কিশোর গ্যাং এর হামলার শিকার হয়েছে তিন কিশোর। মঙ্গলবার রাতে আহত কিশোরদের অভিভাবকরা পাথরঘাটা থানায় এসে বিষয়টি পুলিশকে জানায়।
হামলার শিকার তিন কিশোর হলেন-হাড়িটানা গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. রাকিব (১৫), মৃত খলিলুর রহমানের ছেলে জাকারিয়া (১৫) ও লাল মিয়া খানের ছেলে ইমরান (১৭)। তারা সবাই পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের পাথরঘাটা-পদ্মা সড়কের আলমের দোকানের পূর্ব পাশে তিন কিশোরকে পিটিয়ে আহত করার ঘটনাটি ঘটে। মাদ্রাসার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্থানীয় কিশোর গ্যাং গ্রুপের সদস্য রাব্বি প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে রাব্বি পথেঘাটে উত্ত্যক্ত করত। সবশেষ গতকাল সোমবার ওই ছাত্রী উত্ত্যক্তের শিকার হলে তার সহপাঠী রাকিব এর প্রতিবাদ করে। প্রতিবাদের জেরে ওই কিশোর গ্যাং পরিচালিত মেসেঞ্জার গ্রুপে রাকিবকে মারধরের পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার রাব্বি, রাহাতসহ ৬-৭ জন বখাটে কোড়ালিয়া বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে হাড়িটানা আলমের দোকানের পূর্ব পাশে রাকিবের ওপর লোহার পাইপ, মোটরসাইকেলের হাইডোলিক পাইপ এবং হকিস্টিক নিয়ে হামলা চালায়। রাকিবকে রক্ষা করতে বন্ধু জাকারিয়া ও ইমরান এগিয়ে এলে তাদেরও পিটিয়ে জখম করা হয়। হামলায় তিন কিশোর গুরুতর আহত হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, 'কিশোর গ্যাংয়ের সদস্যরা এরআগেও অনেক মেয়েকে উত্ত্যক্ত করেছে। এছাড়া তারা বাড়ির সামনে রাস্তার পাশে প্রতিনিয়ত মাদক সেবন করত। প্রতিবাদ করলে মারধরের হুমকি দিত।'
আহত রাকিব, ইমরান ও জাকারিয়া জানান, বিভিন্ন সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত রাব্বিসহ তার সহযোগীরা। প্রতিবাদ করাতেই আমরা হামলার শিকার। আমরা তাদের ভয়ে এখন পর্যন্ত উন্নত চিকিৎসা নিতে যাওয়ার সাহস পাইনি।
পাথরঘাটা সার্কেল তোফায়েল হোসেন সরকার বলেন, 'আমি মেসেঞ্জার গ্রুপের পরিকল্পনা দেখেছি। আমরা খোঁজ খবর নিচ্ছি। আমরা ওই কিশোরদের অভিভাবকদের থানায় ডেকেছি। বুধবার সকালে অভিভাবকদের সবাইকে নিয়ে থানায় বসব। অপরাধীরা কেউ ছাড় পাবে না।'
দেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
১ ঘণ্টা আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
২ ঘণ্টা আগেমাসালা দোসা, হায়দরাবাদি চিকেনসহ বিদেশি স্বাদের খাবার যেমন আছে, তেমনি রয়েছে দেশের প্রচলিত ইফতার—ছোলা, মুড়ি, বেগুনি। নানান স্বাদের বাহারি ইফতারসামগ্রী স্তরে স্তরে সাজানো। রকমারি এসব ইফতার নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রয়কর্মীরা। তবে ক্রেতা তুলনামূলক কম।
২ ঘণ্টা আগে