দায়িত্বে অবহেলার অভিযোগে ঝালকাঠির সিভিল সার্জন ওএসডি

ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ২০: ৩৭
Thumbnail image

ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চে গত ২৪ ডিসেম্বর ভোর রাতে অগ্নি দুর্ঘটনার পর দায়িত্ব অবহেলার অভিযোগে ঝালকাঠি সিভিল সার্জন রতন কুমার ঢালিকে ওএসডি করা হয়েছে। সিভিল সার্জন রতন কুমার ঢালীকে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়। আজ সোমবার দায়িত্ব বুঝিয়ে দিয়ে আগামীকাল মঙ্গলবার সিভিল সার্জন রতন কুমার ঢালী স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করতে বলা হয়েছে।

ঝালকাঠি সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা শুনে দুর্ঘটনা স্থলে ছুটে আসেন বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল। এ সময় তিনি ঝালকাঠি সদর হাসপাতালে বেলা ১১টার দিকে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে যান। তখন হাসপাতালে সিভিল সার্জন ডাক্তার রতন কুমার ঢালিকে না পেয়ে অসন্তুষ্ট হন তিনি। এরপর সিভিল সার্জন কোথায় জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ ওই সময় তাঁর অবস্থানের বিষয়টি নিশ্চিতভাবে জানাতে পারেনি বিভাগীয় কমিশনারকে। এতে ক্ষুব্ধ হয়ে বিভাগীয় কমিশনার দুর্ঘটনা কবলিত রোগীদের খোঁজ খবর নিয়ে হাসপাতাল ত্যাগ করেন। সূত্র জানায় হাসপাতাল ত্যাগ করার পূর্বে বিভাগীয় কমিশনার ওই মুহূর্তে সিভিল সার্জনের কর্মস্থলে না থাকার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালককে অবহিত করেন।

ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করার বিষয় ঝালকাঠি সিভিল সার্জন রতন কুমার ঢালি বলেন, ‘আমাকে সিভিল সার্জনের পদ থেকে সরিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, লঞ্চ দুর্ঘটনায় বিভাগীয় কমিশনার স্যার গত ২৪ ডিসেম্বর ঝালকাঠি এসে ছিলেন। এ সময় তিনি রোগীদের চিকিৎসার বিষয়ে খোঁজ নিতে সদর হাসপাতালে আসেন। তখন আমাকে না পেয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন। বিষয়টি হচ্ছে তিনি যে হাসপাতালে আছেন সেটা আমাকে কেউ জানায়নি। আমি আশে পাশেই ছিলাম। তার আসার খবর শুনে আমি টেলিফোনে তার সঙ্গে কথা বলেছি।’

রতন কুমার বলেন, ‘বেলা ২টার দিকে তাঁর সঙ্গে আমি দেখাও করেছি। এরপরেও তিনি সন্তুষ্ট হতে না পারায় লিখিতভাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে জানিয়েছেন। আমি সোমবার দায়িত্ব বুঝিয়ে দিয়ে আগামীকাল মঙ্গলবার অধিদপ্তরে যোগদান করব।’

জেলা প্রশাসক জোহর আলী জানান, নতুন করে যাকে ঝালকাঠিতে সিভিল সার্জন নিয়োগ করা হয়েছে তিনি বুধবার যোগদান করবেন। উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ভোর রাতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত মোট ৪৮ জনে প্রাণহানি ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত