কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান আনছার মোল্লাকে কারাগারে পাঠানোর আদেশ 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ৪০
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ৩৪

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লাকে দুই মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের আদালতে এই আদেশ দেওয়া হয়। 

আদালতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মহিবুর রহমান এই আদেশের সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। 

এএসআই মহিবুর জানান, লতাচাপলী ইউনিয়ন ছাত্রদলের এক নেতাকে হত্যার চেষ্টা এবং মহিপুরে ব্যবসায়িক প্রতিষ্ঠানে লুটপাট, ভাঙচুরসহ বিস্ফোরক আইনের পৃথক দুই মামলায় ইউপি চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। 

এর আগে মহিপুর থানার পুলিশ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনছার উদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। 

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির শত শত নেতা-কর্মীর নামে কলাপাড়া ও মহিপুর থানায় একাধিক মামলা দায়ের করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মহিপুর থানায় দায়ের করা দুটি রাজনৈতিক মামলায় আসামি করা হয় লতাচাপলি ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার উদ্দিন মোল্লাকে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত