দৌলতখানে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলার থেকে ৪০ জেলে উদ্ধার

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
Thumbnail image

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গতকাল মঙ্গলবার বিকেলে ভোলার দৌলতখানের উত্তাল মেঘনা নদীতে ৬টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা ৪০ জেলে জীবিত উদ্ধার করা হয়েছে। এ সময় ডুবে যাওয়া ৫টি ট্রলারও উদ্ধার করেন স্থানীয় জেলেরা। এখন পর্যন্ত ১টি ট্রলার উদ্ধার করা সম্ভব হয়নি।

ট্রলারের মাঝিরা হলেন জাহের মাঝি, ইসমাইল মাঝি, ছাদেক মাঝি, আব্দুল কাদের, ছালাউদ্দিন মাঝি ও নীরব মাঝি।

সরেজমিনে গিয়ে জানা যায়, গতকাল সকালে ঘাট থেকে ট্রলারগুলো মাছ শিকার করতে মেঘনা নদীতে যায়। মাছ শিকার শেষে তীরে আসার পথে প্রচণ্ড ঢেউ ও বাতাসের কবলে পড়ে ট্রলারগুলো ডুবে যায়। ক্ষতিগ্রস্ত ট্রলার মালিকেরা দাবি করেন, তাঁদের ২০ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন জানান, ৬টি মাছ ধরার ট্রলার ডোবার ঘটনায় ৫টি ট্রলার ও জেলেদের উদ্ধার করা হয়েছে। আরেকটি ট্রলার উদ্ধারকাজ চলছে। ট্রলারের জাল ও অন্যান্য মালামাল উদ্ধার করা সম্ভাব্য হয়নি। ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত