ঝালকাঠিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি  
Thumbnail image
মৃত যুবক মাহফুজ হোসেন মোল্লা। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠির রাজাপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাহফুজ হোসেন মোল্লা (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত মাহফুজ হোসেন মোল্লা উপজেলার শুক্তাগর ইউনিয়নের শুক্তাগর গ্রামের লিয়াকত আলী মোল্লার ছেলে। তিনি মোল্লারহাট বাজারের হোটেল ব্যবসায়ী ছিলেন।

ঘটনাস্থান পরিদর্শন করে রাজাপুর থানার পরিদর্শক (এসআই) আল-হেলাল সিকদার স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে নারিকেলবাড়িয়া গ্রামের একটি পুকুরে মোটর দিয়ে মাছ ধরার জন্য সেচ দিচ্ছিলেন মাহফুজ। একপর্যায়ে ভেজা অবস্থায় বৈদ্যুতিক লাইন চালু করার সময় বিদ্যুতায়িত হন তিনি। পরে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন।

ওসি ইসমাইল হোসেন বলেন, পরিবারের অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত