রুদ্র রুহান, বরগুনা
‘মোর স্বামীর লাশটা তোমরা আইন্যা দেও। মোর ঘরের লগে কবর দিমু। মুই আর কিছু চাই না, লাশটা চাই। সুস্থ হওয়ার লইগ্যা ঢাকা নিছিলাম। স্বামী মোর জনমের মতোন সুস্থ হইয়া গেছে। আল্লাহ তুমি মোর স্বামীর লাশটা ফিরাইয়া দেও। ’
ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চ ট্র্যাজিডিতে নিখোঁজ বরগুনার বামনা উপজেলার বৃদ্ধ হামিদ হাওলাদারের স্ত্রী মইফুল বেগম গত ছয়দিন ধরে এভাবেই বিলাপ করছেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় অভিযান ১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ৬ দিন অতিবাহিত হলেও এখনো খোঁজ মেলেনি তাঁর স্বামীর। তিনিও ও তাঁর মেয়ে জামাইসহ নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসছেন সেই বিভীষিকাময় মৃত্যুকূপ থেকে।
মৃত্যুর হাত থেকে ফিরে আসা নিখোঁজ হামিদ হাওলাদারের স্ত্রী মইফুল বেগম (৬০) জানান, স্বামী হামিদ হাওলাদারের চিকিৎসা শেষে তিনি ও তাঁর মেয়ে-জামাইসহ ৪ জন অভিযান ১০ লঞ্চে বাড়িতে ফিরছিলেন। লঞ্চটির প্রথম তলায় ডেকে ইঞ্জিন রুমের পাশেই তাঁরা বিছানা করে ছিলেন। রাতে ইঞ্জিন রুমে আগুন লাগার সঙ্গে সঙ্গে তাঁরা সবাই একসঙ্গে জড়ো হন।
কিছু সময়ের মধ্যে সমগ্র লঞ্চটির লাইট বন্ধ হয়ে গেলে তারা ছোটাছুটি করতে থাকেন। অন্ধকারে একে অন্যের থেকে বিচ্ছিন্ন হয়ে যান সবাই। ধোঁয়া ও আগুন সমগ্র লঞ্চে ছড়িয়ে পড়লে তারা যে যার মতো করে ঝাঁপ দেন নদীতে। বৃদ্ধ মইফুল বেগমের বোরকায় আগুন লেগে গেলে তিনিও ঝাঁপিয়ে পরে প্রাণে বাঁচেন। নিরাপদে তীরে ওঠার পরে স্বামীকে খুঁজে পাননি তিনি। পরে বিভিন্ন হাসপাতালে ঘুরে মেয়ে ও জামাইকে পান।
মইফুল বলেন, ‘আমার স্বামীর অসুখ অইছিল। ডাক্তার দেহাইতে ঢাকা লইয়া গেছেলাম। আল্লাহ হ্যারে কই লইয়া গ্যালো। লাশটাও যদি পাইতাম তয় মোর ঘরের পাশে মাডি দেতে পারতাম।’
নিখোঁজ হামিদ হাওলাদারের মেয়ে হালিমা বেগম বলেন, ‘আমরা ঢাকা-বরিশাল-ঝালকাঠিসহ বিভিন্ন হাসপাতালে বাবাকে খুঁজেছি কোথাও তাকে পাইনি। এখনো কোনো মরদেহের সন্ধান পাওয়ার খবর পেলে সেখানে ছুটে যাই। কিন্তু বাবাকে পাই না। বরগুনা জেলা প্রশাসকের কাছে ডিএনএ দিয়েছি। জানি না আদৌ বাবার খোঁজ পাব কি-না। বাবাকে জীবিত না হোক তার লাশটা পেলেও আমরা নিজেদের সান্ত্বনা দিতে পারতাম।’
বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, অভিযান ১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ হামিদ হাওলাদারের পরিবারকে তহবিল আর্থিক সহায়তা করা হয়েছে।
‘মোর স্বামীর লাশটা তোমরা আইন্যা দেও। মোর ঘরের লগে কবর দিমু। মুই আর কিছু চাই না, লাশটা চাই। সুস্থ হওয়ার লইগ্যা ঢাকা নিছিলাম। স্বামী মোর জনমের মতোন সুস্থ হইয়া গেছে। আল্লাহ তুমি মোর স্বামীর লাশটা ফিরাইয়া দেও। ’
ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চ ট্র্যাজিডিতে নিখোঁজ বরগুনার বামনা উপজেলার বৃদ্ধ হামিদ হাওলাদারের স্ত্রী মইফুল বেগম গত ছয়দিন ধরে এভাবেই বিলাপ করছেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় অভিযান ১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ৬ দিন অতিবাহিত হলেও এখনো খোঁজ মেলেনি তাঁর স্বামীর। তিনিও ও তাঁর মেয়ে জামাইসহ নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরে এসছেন সেই বিভীষিকাময় মৃত্যুকূপ থেকে।
মৃত্যুর হাত থেকে ফিরে আসা নিখোঁজ হামিদ হাওলাদারের স্ত্রী মইফুল বেগম (৬০) জানান, স্বামী হামিদ হাওলাদারের চিকিৎসা শেষে তিনি ও তাঁর মেয়ে-জামাইসহ ৪ জন অভিযান ১০ লঞ্চে বাড়িতে ফিরছিলেন। লঞ্চটির প্রথম তলায় ডেকে ইঞ্জিন রুমের পাশেই তাঁরা বিছানা করে ছিলেন। রাতে ইঞ্জিন রুমে আগুন লাগার সঙ্গে সঙ্গে তাঁরা সবাই একসঙ্গে জড়ো হন।
কিছু সময়ের মধ্যে সমগ্র লঞ্চটির লাইট বন্ধ হয়ে গেলে তারা ছোটাছুটি করতে থাকেন। অন্ধকারে একে অন্যের থেকে বিচ্ছিন্ন হয়ে যান সবাই। ধোঁয়া ও আগুন সমগ্র লঞ্চে ছড়িয়ে পড়লে তারা যে যার মতো করে ঝাঁপ দেন নদীতে। বৃদ্ধ মইফুল বেগমের বোরকায় আগুন লেগে গেলে তিনিও ঝাঁপিয়ে পরে প্রাণে বাঁচেন। নিরাপদে তীরে ওঠার পরে স্বামীকে খুঁজে পাননি তিনি। পরে বিভিন্ন হাসপাতালে ঘুরে মেয়ে ও জামাইকে পান।
মইফুল বলেন, ‘আমার স্বামীর অসুখ অইছিল। ডাক্তার দেহাইতে ঢাকা লইয়া গেছেলাম। আল্লাহ হ্যারে কই লইয়া গ্যালো। লাশটাও যদি পাইতাম তয় মোর ঘরের পাশে মাডি দেতে পারতাম।’
নিখোঁজ হামিদ হাওলাদারের মেয়ে হালিমা বেগম বলেন, ‘আমরা ঢাকা-বরিশাল-ঝালকাঠিসহ বিভিন্ন হাসপাতালে বাবাকে খুঁজেছি কোথাও তাকে পাইনি। এখনো কোনো মরদেহের সন্ধান পাওয়ার খবর পেলে সেখানে ছুটে যাই। কিন্তু বাবাকে পাই না। বরগুনা জেলা প্রশাসকের কাছে ডিএনএ দিয়েছি। জানি না আদৌ বাবার খোঁজ পাব কি-না। বাবাকে জীবিত না হোক তার লাশটা পেলেও আমরা নিজেদের সান্ত্বনা দিতে পারতাম।’
বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, অভিযান ১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ হামিদ হাওলাদারের পরিবারকে তহবিল আর্থিক সহায়তা করা হয়েছে।
জয়পুরহাটের ক্ষেতলালে দাঁড়িয়ে থাকা একটি আলুবোঝাই ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নিশ্চিন্তা-ইটাখোলা বাইপাস সড়কের মুন্দাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেকোটি টাকা লেনদেনে ময়মনসিংহের মুক্তাগাছায় একটি পশুর হাট ইজারায় ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে সমঝোতার অভিযোগ উঠেছে পৌর প্রশাসন ও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। সমঝোতার একটি অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়।
৬ ঘণ্টা আগেরাজধানীসহ সারা দেশে যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ২১ দিনে গ্রেপ্তার করা হয়েছে সাড়ে ১২ হাজার জনকে। কিন্তু কোনো শীর্ষ সন্ত্রাসী বা দাগি অপরাধী ধরা পড়েনি। আবার উদ্ধার করা অস্ত্রের মধ্যে ছুরি, রামদা, লাঠি, রডই বেশি; আগ্নেয়াস্ত্র মাত্র ৩৯টি। এর মধ্যে গত বছরের আগস্টে পুলিশের লুট হওয়া...
৭ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীর শরীফ হোসেন (২০) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নয়, মারা গেছেন টঙ্গীতে নির্মাণকাজের সময় বিদ্যুতায়িত হয়ে। এ ঘটনায় তাঁর বাবা জয়নাল আবেদিন ওরফে জয়নাল বাবুর্চি অর্থ নিয়ে আপসও করেছিলেন। পরে এক ব্যক্তি সরকার থেকে অনেক টাকা পাওয়ার লোভ দেখালে...
৮ ঘণ্টা আগে