চায়ের দোকান থেকে বৃদ্ধকে ডেকে নিয়ে চুবিয়ে হত্যা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১৬: ৪৬
Thumbnail image
দশমিনা থানা। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালী দশমিনায় জমি লিখে না দেওয়ায় ছেলে ও পুত্রবধূর যোগসাজশে বৃদ্ধকে পানিতে চুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম নুর ইসলাম হাওলাদার (৭০)। তিনি ওই এলাকার বাসিন্দা। অভিযুক্ত সোহাগ বহরমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।

স্থানীয়রা জানান, নুর ইসলামের বড় ছেলে মো. শাহজাহান ও পুত্রবধূ রুনু বেগম বাড়ি কারার জন্য জমি লিখে দিতে চাপ দেন তাঁকে। দাবি আদায়ে ইউপি সদস্যকে ধরেন তাঁরা। আজ রোববার সকালে বৃদ্ধ দক্ষিণ আদমপুর বাজারে চায়ের দোকানে চা পান করছিলেন। এ সময় ইউপি সদস্য তাঁকে দোকান থেকে টেনেহিঁচড়ে খালের পাড়ে নিয়ে যান। ছেলে ও পুত্রবধূকে কেন জমি লিখে দিতে বলেন, বৃদ্ধ রাজি না হওয়ায় সোহাগ তাঁকে লাথি মারেন।

এ সময় ইউপি সদস্যসহ তাঁর সঙ্গে থাকা রিপন, রহিম, শাহজাহান মৃধা, কাইয়ুম ও মঞ্জু পানিতে চুবিয়ে ধরেন। স্থানীয়রা ঘটনাস্থলে এলে তাঁরা পালিয়ে যান। তাঁকে কাদা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী দক্ষিণ আদমপুর গ্রামের আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, সকালে নুর হোসেনকে চায়ের দোকান থেকে সোহাগ টানতে টানতে দক্ষিণ পাশে খাল পাড়ে নিয়ে যায়। সঙ্গে ছিলেন রিপন, রহিম, শাহজাহান, রহিম ও মঞ্জু। নুর ইসলামকে খাল পাড়ে নিয়ে বড় ছেলেকে জমি না দেওয়ার কারণে রিপন মারধর করে খালের পানিতে ফেলে দেন। পরে সবাই কাদার মধ্যে চপে ধরেন। স্থানীয়দের দেখে তাঁরা চলে যান। নুর ইসলামকে কাদামাখা অবস্থায় উদ্ধার করে পরিষ্কার করার সময় মনে হয়েছে তিনি মারা গেছেন। এরপর দশমিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক রাহুল বিন হালিম আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধ মারা যান। দশমিনা থানা-পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

নুর ইসলামের মেয়ে কহিনুর আজকের পত্রিকা প্রতিনিধিকে বলেন, ‘আমার বড় ভাই ও তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ বাবাকে জমি লিখে দিতে বলে। তারা যে জমি চায়, বাবা তা দিতে রাজি নন। বাবা বলেন, ‘‘ওই জমি বিক্রি করে আমার দায়দেনা দেব।” আমার বড় ভাই ও ভাবি মানতে চান না। এ নিয়ে বহুবার পারিবারিকভাবে বসেছি। আজ সকালে আমার বড় ভাই ও ভাবি স্থানীয় সাবেক ইউপি সদস্য সোহাগ, ভাবির ভাই রিপন ও স্থানীয় রহিম, কাইয়ুম ও মঞ্জুকে দিয়ে আমার বাবাকে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে মারধর করে পানিতে চুবাইয়া মেরে ফেলে। আমার বাবার হত্যাকারীর বিচার চাই।’

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের ধরতে চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত