পটুয়াখালী প্রতিনিধি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার জনগণের সম্পত্তি। আগামী ৫ বছর এই ইশতেহার বাস্তবায়ন করাই হবে আমাদের প্রধান কাজ।’
আজ বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে জেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘ইশতেহার এখন আর আওয়ামী লীগের নেই; এটা দেশের, মানুষের ও রাষ্ট্রীয় নীতি। আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাই, সেটা প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে ব্যক্ত করেছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে নিয়ে আমরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করব।’
মো. মহিববুর রহমান বলেন, দক্ষিণ অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় যতটুকু দুর্বলতা আছে, সেগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। চরাঞ্চলের মানুষের সক্ষমতা বৃদ্ধিতে তাঁর মন্ত্রণালয় টেকসই পরিকল্পনা গ্রহণের মাধ্যমে উন্নয়ন প্রকল্প গ্রহণ করবে।
জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন—পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস, এম শাহাজাদা, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানসহ জেলার সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার জনগণের সম্পত্তি। আগামী ৫ বছর এই ইশতেহার বাস্তবায়ন করাই হবে আমাদের প্রধান কাজ।’
আজ বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে জেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘ইশতেহার এখন আর আওয়ামী লীগের নেই; এটা দেশের, মানুষের ও রাষ্ট্রীয় নীতি। আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাই, সেটা প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে ব্যক্ত করেছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে নিয়ে আমরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করব।’
মো. মহিববুর রহমান বলেন, দক্ষিণ অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় যতটুকু দুর্বলতা আছে, সেগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। চরাঞ্চলের মানুষের সক্ষমতা বৃদ্ধিতে তাঁর মন্ত্রণালয় টেকসই পরিকল্পনা গ্রহণের মাধ্যমে উন্নয়ন প্রকল্প গ্রহণ করবে।
জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন—পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস, এম শাহাজাদা, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানসহ জেলার সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব এলাকার সাহেলা বেগম নিজের ও তাঁর সন্তানের চিকিৎসার জন্য এসেছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ফেরত যেতে বাধ্য হন তিনি। অন্যদিকে চরমথুরার শ্বাসকষ্টের রোগী আবুল কালাম সকাল ১০টায় এসে লাইনে দাঁড়িয়ে দুপুর ১২টার সময়ও চিকিৎসক দেখাতে
২ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দৈনিক মজুরিভিত্তিক ১৫৯ কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া একই কারণে সিটি করপোরেশনের স্থায়ী দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৮ মিনিট আগেরাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
১ ঘণ্টা আগেথানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে...
২ ঘণ্টা আগে