Ajker Patrika

পিরোজপুরে ১৮ মামলার আসামি বাবু গ্রেপ্তার

  পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২৫, ২৩: ৪৬
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পিরোজপুরের কথিত যুবলীগ নেতা বাবু হাওলাদার ওরফে মদ বাবু ঢাকায় গ্রেপ্তার হয়েছেন।

আজ বুধবার দুপুরে ডিবি পুলিশের একটি টিম গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

বাবু পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের রানীপুর গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, জুলাই বিপ্লবে রাজধানীর পুরানা পল্টন ও সূত্রাপুর কবি নজরুল ইসলাম কলেজগেট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ৮৮ জনের নাম উল্লেখ করে এবং ২৫০ জনকে অজ্ঞাত আসামি করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ঢাকার কেরানীগঞ্জ থানার চর কালীগঞ্জ গ্রামের মো. শাহ আলমের স্ত্রী কিসমত আরা বাদী হয়ে একটি মামলা করেন। সেই মামলায় এজাহারভুক্ত ৪২ নম্বর আসামি বাবু।

এ বিষয়ে শারিকতলা ইউনিয়নের বাসিন্দারা জানান, বাবু এলাকায় সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম এবং পিরোজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম বায়জিদ হোসেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। আর এই পরিচিতি কাজে লাগিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব করতেন।

পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, তাঁর বিরুদ্ধে পিরোজপুরসহ দেশের বিভিন্ন স্থানে ১৮টি মামলা রয়েছে। বাবুর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ পিরোজপুর সদর থানায় চারটি মামলা রয়েছে। তিনি বিভিন্ন সময় পরিচয় গোপন করে পলাতক ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত