কলাপাড়ায় ১২ ফুট লম্বা ‘বার্মিজ অজগর’ উদ্ধার, পরে বনে অবমুক্ত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ১৪: ৩০
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৪: ৫৭

পটুয়াখালীর কলাপাড়ায় ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে সাপটি উদ্ধার করা হয়।

পরে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা বন বিভাগের সহায়তায় সাপটি কুয়াকাটার সংরক্ষিত লেম্বুর বনে অবমুক্ত করা হয়। অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়ার সদস্যরা এটি অবমুক্ত করেন।

কলাপাড়ায় ১২ ফুট লম্বা ‘বার্মিজ অজগর’ উদ্ধার, পরে বনে অবমুক্ত। ছবি: আজকের পত্রিকাঅ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘পরিত্যক্ত ঘরে সাপটি দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে আমরা গিয়ে সেটি উদ্ধার করি। আগেও আমরা বেশ কিছু বন্যপ্রাণী উদ্ধার করে উপজেলার বিভিন্ন বনে অবমুক্ত করেছি। কিছুদিন আগে এ ধরনের আরেকটি সাপ ধরা পড়ে। তখন সেটিকে বার্মিজ সাপ হিসেবে চিহ্নিত করা হয়।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত