দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় মো. নুর ইসলাম (৬৬) নামের এক বৃদ্ধকে খালের পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি আ. কাইয়ূমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় গাজীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম। তিনি জানান, নুর ইসলাম হত্যা মামলা রুজু হওয়ার পর থেকে আসামিরা পালাতক। প্রধান আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার বহরমপুর ইউনিয়নের আদমপুর গ্রামের বাসিন্দা মো. নুর ইসলাম হাওলাদারকে গত ৩ নভেম্বর সকালে পার্শ্ববর্তী নেহাগঞ্জের সেলিমের চায়ের দোকান থেকে ডেকে নিয়ে পাশের সেতুর ঢালে নিয়ে যান স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সোহাগসহ ছয়জন ও অজ্ঞাত দুই-তিনজন। এ সময় তাঁরা মো. নুর ইসলাম হাওলাদারকে মারধর করে খালের পানিতে চুবিয়ে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।
হত্যাকাণ্ডের ঘটনায় নুর ইসলামের মেয়ে কহিনুর বেগম বাদী হয়ে গত ৩ নভেম্বর দশমিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে আসামি করা হয় যথাক্রমে আ. কাইয়ূম, মো. সোহাগ মেম্বর, আ. রহিম বেপারী, মো. শাহজাহান মৃধা, মোছা রুনু বেগম ও মো. রিপনকে এবং দুই-তিনজনকে অজ্ঞাতআসামি করা হয়। মামলা হওয়ার পর থেকে আসামিরা পালাতক।
দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জসিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের চৌরাস্তা থেকে গাজীপুর র্যাবের সহযোগিতায় গত রোববার সন্ধ্যা ৭টার দিকে হত্যা মামলার প্রধান আসামি আ. কাইয়ূমকে গ্রেপ্তার করে। গতকাল সোমবার বেলা ২টার দিকে দশমিনা থানায় নিয়ে আসা হয়। আজ মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়।
আদালত চত্বরে মামলার বাদী কহিনুর বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার আইনের প্রতি শতভাগ আস্থা আছে। বাবার হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তারদের দাবি জানাই।’ জড়িতদের ফাঁসি দাবি করেন কহিনুর।
ওসি মোহাম্মাদ আবদুল আলীম বলেন, আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে হত্যা মামলার প্রধান আসামি আ. কাইয়ূমকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর চৌরাস্তা থেকে গত রোববার সন্ধ্যায় দশমিনা থানা-পুলিশ ও গাজীপুর র্যাবের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
পটুয়াখালীর দশমিনায় মো. নুর ইসলাম (৬৬) নামের এক বৃদ্ধকে খালের পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি আ. কাইয়ূমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় গাজীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম। তিনি জানান, নুর ইসলাম হত্যা মামলা রুজু হওয়ার পর থেকে আসামিরা পালাতক। প্রধান আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার বহরমপুর ইউনিয়নের আদমপুর গ্রামের বাসিন্দা মো. নুর ইসলাম হাওলাদারকে গত ৩ নভেম্বর সকালে পার্শ্ববর্তী নেহাগঞ্জের সেলিমের চায়ের দোকান থেকে ডেকে নিয়ে পাশের সেতুর ঢালে নিয়ে যান স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সোহাগসহ ছয়জন ও অজ্ঞাত দুই-তিনজন। এ সময় তাঁরা মো. নুর ইসলাম হাওলাদারকে মারধর করে খালের পানিতে চুবিয়ে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।
হত্যাকাণ্ডের ঘটনায় নুর ইসলামের মেয়ে কহিনুর বেগম বাদী হয়ে গত ৩ নভেম্বর দশমিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে আসামি করা হয় যথাক্রমে আ. কাইয়ূম, মো. সোহাগ মেম্বর, আ. রহিম বেপারী, মো. শাহজাহান মৃধা, মোছা রুনু বেগম ও মো. রিপনকে এবং দুই-তিনজনকে অজ্ঞাতআসামি করা হয়। মামলা হওয়ার পর থেকে আসামিরা পালাতক।
দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জসিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের চৌরাস্তা থেকে গাজীপুর র্যাবের সহযোগিতায় গত রোববার সন্ধ্যা ৭টার দিকে হত্যা মামলার প্রধান আসামি আ. কাইয়ূমকে গ্রেপ্তার করে। গতকাল সোমবার বেলা ২টার দিকে দশমিনা থানায় নিয়ে আসা হয়। আজ মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়।
আদালত চত্বরে মামলার বাদী কহিনুর বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার আইনের প্রতি শতভাগ আস্থা আছে। বাবার হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তারদের দাবি জানাই।’ জড়িতদের ফাঁসি দাবি করেন কহিনুর।
ওসি মোহাম্মাদ আবদুল আলীম বলেন, আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে হত্যা মামলার প্রধান আসামি আ. কাইয়ূমকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর চৌরাস্তা থেকে গত রোববার সন্ধ্যায় দশমিনা থানা-পুলিশ ও গাজীপুর র্যাবের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুর আকার বৃদ্ধি এবং সংস্কারকাজ চলছে ধীর গতিতে। এদিকে নদী পারাপারে বিকল্প ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারী তিনটি ইউনিয়নের মানুষ। বিকল্প হিসেবে কাঠের মই ব্যবহার করে সেতুতে উঠে হেঁটে পার হচ্ছেন স্থানীয়রা।
৯ মিনিট আগেচট্টগ্রামে আদালতে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর তাঁর অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন। এর প্রতিবাদে আজ মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট এলাকায় বিক্ষোভ করেছেন আইনজীবীরা
১৩ মিনিট আগেভুয়া কাগজপত্র দিয়ে ভোটার হতে এসে নীলফামারীতে গ্রেপ্তার হলেন চার রোহিঙ্গা যুবক। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
২৭ মিনিট আগেমাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইসলামপুর পাড়ায় নবগঙ্গা নদীর ওপরে নির্মিত ২ কোটি টাকার আরসিসি গার্ডার সেতুটি কাজে আসছে না। সেতুর সংযোগ সড়ক না থাকায় চলাচল ব্যাহত হচ্ছে। সেতু নির্মাণের স্থান নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণের স্থান নির্বাচন সঠিক স্থানেও হয়নি। কবে সেতুর এই সম
২৮ মিনিট আগে