দশমিনায় বৃদ্ধ হত্যা মামলার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 
Thumbnail image
গ্রেপ্তার আ. কাইয়ূম। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দশমিনায় মো. নুর ইসলাম (৬৬) নামের এক বৃদ্ধকে খালের পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি আ. কাইয়ূমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় গাজীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম। তিনি জানান, নুর ইসলাম হত্যা মামলা রুজু হওয়ার পর থেকে আসামিরা পালাতক। প্রধান আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার বহরমপুর ইউনিয়নের আদমপুর গ্রামের বাসিন্দা মো. নুর ইসলাম হাওলাদারকে গত ৩ নভেম্বর সকালে পার্শ্ববর্তী নেহাগঞ্জের সেলিমের চায়ের দোকান থেকে ডেকে নিয়ে পাশের সেতুর ঢালে নিয়ে যান স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সোহাগসহ ছয়জন ও অজ্ঞাত দুই-তিনজন। এ সময় তাঁরা মো. নুর ইসলাম হাওলাদারকে মারধর করে খালের পানিতে চুবিয়ে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।

হত্যাকাণ্ডের ঘটনায় নুর ইসলামের মেয়ে কহিনুর বেগম বাদী হয়ে গত ৩ নভেম্বর দশমিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে আসামি করা হয় যথাক্রমে আ. কাইয়ূম, মো. সোহাগ মেম্বর, আ. রহিম বেপারী, মো. শাহজাহান মৃধা, মোছা রুনু বেগম ও মো. রিপনকে এবং দুই-তিনজনকে অজ্ঞাতআসামি করা হয়। মামলা হওয়ার পর থেকে আসামিরা পালাতক।

দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জসিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের চৌরাস্তা থেকে গাজীপুর র‍্যাবের সহযোগিতায় গত রোববার সন্ধ্যা ৭টার দিকে হত্যা মামলার প্রধান আসামি আ. কাইয়ূমকে গ্রেপ্তার করে। গতকাল সোমবার বেলা ২টার দিকে দশমিনা থানায় নিয়ে আসা হয়। আজ মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়।

আদালত চত্বরে মামলার বাদী কহিনুর বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার আইনের প্রতি শতভাগ আস্থা আছে। বাবার হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তারদের দাবি জানাই।’ জড়িতদের ফাঁসি দাবি করেন কহিনুর।

ওসি মোহাম্মাদ আবদুল আলীম বলেন, আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে হত্যা মামলার প্রধান আসামি আ. কাইয়ূমকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর চৌরাস্তা থেকে গত রোববার সন্ধ্যায় দশমিনা থানা-পুলিশ ও গাজীপুর র‍্যাবের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত