কাউখালীতে ইউপি সদস্য স্বামী-স্ত্রীর শপথ গ্রহণ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ১৮: ১৯

কাউখালীতে ৩য় ধাপে ২৮ নভেম্বর দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে স্বামী ওয়ার্ড মেম্বার এবং স্ত্রী সংরক্ষিত আসনের মেম্বার নির্বাচিত হন। আজ মঙ্গলবার উপজেলা হলরুমে স্বামী-স্ত্রী দু’জনেই ইউপি সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।

জানা যায়, স্বামী ১ নম্বর ময়না রঘুনাথপুর ইউনিয়নের ৬ নম্বর ঘাবড়ে গ্রামের বাসিন্দা আলামিন শেখ। তাঁর স্ত্রী শাহানাজ আক্তার শান্তা সংরক্ষিত মহিলা ওয়ার্ডে (৭,৮, ৯) সয়না, রঘুনাথপুর ও মেঘপাল গ্রামের মহিলা মেম্বার হিসেবে শপথ গ্রহণ করেছেন। ভোটাররা দুজনকেই নির্বাচিত করতে পেরে খুশি হয়েছেন। 

স্বামী আলামিন এর আগেও ওয়ার্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্ত্রী শাহানাজ আক্তার শান্তা এবারই প্রথম নির্বাচন করে নির্বাচিত হয়েছেন। স্বামী-স্ত্রী আলাদা আলাদাভাবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন। শপথ গ্রহণ করে তাঁরা দুজনেই সততা ও নিজ নিজ দায়িত্ব পালনে অঙ্গীকার ব্যক্ত করেন। 

এ বিষয়ে শাহানাজ আক্তার শান্তা বলেন, এর আগেও আমার স্বামী ভোটে জয়ী হয়ে ভালো কাজ করেছেন। তাই ভোটাররা খুশি হয়ে আরও ভালো কাজ করতে আমাদের দুজনকে জয়ী করেছেন। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত