বরগুনায় ২৯ জনের দাফন সম্পন্ন

বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৫
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৪: ২৮

লঞ্চের আগুনে নিহত হওয়া ৩২ জনের জানাজা ও ২৯ জনের দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার বরগুনা সার্কিট হাউস মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে মরদেহগুলোর গণজানাজা সম্পন্ন হয়। জানাজা সম্পন্ন হওয়া ৩২ জনের মধ্যে তিনজন শনাক্ত হওয়ায় তাঁদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে প্রশাসন।

নতুন শনাক্ত তিনজনের মধ্যে দুটি শিশু ও এক নারী। শনাক্ত শিশু মায়িদার (১৫) বাড়ি পাথরঘাটার চরদুয়ানি ইউনিয়নে। অপর শিশু তাবাসসুম (৪) পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের। এ ছাড়া শনাক্ত হওয়া নারী মনোয়ারার (৫৫) বাড়ি চাঁদপুরে। তিনি বরগুনার ঢলুয়ায় জামাতার বাড়িতে বেড়াতে আসছিলেন।

সকাল থেকে বরগুনা জেনারেল হাসপাতালে স্বজনেরা ভিড় করেন। পরে ১০টায় মরদেহ জেনারেল হাসপাতালের মর্গ থেকে সার্কিট হাউস মাঠে নিয়ে যাওয়া হয়। ১১টায় সেখানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শনাক্ত তিনটি মরদেহ স্বজনদের বুঝিয়ে দেয় জেলা প্রশাসন। পরে বাকি ২৯টি মরদেহ গণদাফনের জন্য নিয়ে যাওয়া হয়। 

জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, শনাক্ত না হওয়া ২৯টি মরদেহ সদর উপজেলার পোটকাখালী এলাকার গণকবরে দাফন করা হয়। এসব মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে। পরে শনাক্ত হলে কবর বুঝিয়ে দেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত