বরগুনা প্রতিনিধি
বরগুনা-১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তিনি পেয়েছেন ৬১ হাজার ৭৪২ ভোট। আর বরগুনা-২ আসনে ১ লাখ ৪৮ হাজার ৩২ ভোট পেয়ে নৌকা প্রতীকের সুলতানা নাদিরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। বরগুনার দুটি আসনেই তারা নতুন মুখ।
রোববার রাত সাড়ে ৯টার দিকে বরগুনার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এর মধ্যে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু পেয়েছেন ৬১ হাজার ৭৪২ ভোট । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকান কাঁচি প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৮৭৪ ভোট। নৌকা প্রতীকে অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু পেয়েছে ৫৪ হাজার ১৬৮ ভোট।
বরগুনা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯১১ জন। এর মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৮২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১৮৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন চলে ভোট গ্রহণ। কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন জয়।
বরগুনা-২ আসনে নৌকা প্রতীক নিয়ে সুলতানা নাদিরা পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএম এর প্রার্থী আবদুর রহমান খোকন পেয়েছেন ১ হাজার ৯১৯ ভোট। মোট ১১৪টি ভোট কেন্দ্রে ১ লাখ ৫৫ হাজার ৩৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বরগুনা-২ আসনেও কোনো প্রকার সহিংসতা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে।
বরগুনা-১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তিনি পেয়েছেন ৬১ হাজার ৭৪২ ভোট। আর বরগুনা-২ আসনে ১ লাখ ৪৮ হাজার ৩২ ভোট পেয়ে নৌকা প্রতীকের সুলতানা নাদিরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। বরগুনার দুটি আসনেই তারা নতুন মুখ।
রোববার রাত সাড়ে ৯টার দিকে বরগুনার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এর মধ্যে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু পেয়েছেন ৬১ হাজার ৭৪২ ভোট । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকান কাঁচি প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৮৭৪ ভোট। নৌকা প্রতীকে অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু পেয়েছে ৫৪ হাজার ১৬৮ ভোট।
বরগুনা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯১১ জন। এর মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৮২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ১৮৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন চলে ভোট গ্রহণ। কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন জয়।
বরগুনা-২ আসনে নৌকা প্রতীক নিয়ে সুলতানা নাদিরা পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএম এর প্রার্থী আবদুর রহমান খোকন পেয়েছেন ১ হাজার ৯১৯ ভোট। মোট ১১৪টি ভোট কেন্দ্রে ১ লাখ ৫৫ হাজার ৩৪৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বরগুনা-২ আসনেও কোনো প্রকার সহিংসতা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রাশেদুল ইসলামের খোঁজ নেই তিন দিন ধরে। রাশেদুল জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামি।
১৭ মিনিট আগেবাড়ি থেকে ধরে নিয়ে পায়ে গুলি করে পঙ্গু করার অভিযোগে নাঙ্গলকোট থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করা হয়েছে।
২২ মিনিট আগেরাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন সংক্রান্ত রুল মঞ্জুর করে বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর বেঞ্চ তাকে জামিন দেন।
২৫ মিনিট আগেঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাহমুদ ফ্যাশন নামক একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় ভোগান্তিতে পড়েন ওই সড়ক ব্যবহারকারীরা। আজ বুধবার (১২ মার্চ) বেলা আড়াইটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় শ্রমিকেরা এ অবরোধ করেন।
২৬ মিনিট আগে