Ajker Patrika

বিএনপি নেতার বিরুদ্ধে মুরগি খামারের আড়ালে মাদক ব্যবসার অভিযোগ  

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২৩, ২২: ২৪
বিএনপি নেতার বিরুদ্ধে মুরগি খামারের আড়ালে মাদক ব্যবসার অভিযোগ  

পিরোজপুরের নেছারাবাদে মুরগি খামারের সাইনবোর্ডের আড়ালে মাদক ব্যবসার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাকিল শিকদারের বিরুদ্ধে। তিনি ও তাঁর চক্র ছোটখাটো নানান ব্যবসার আড়ালে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ইউনিয়নের কলাখালি, শ্রীরামকাঠি, আটঘর ও সীমান্ত এলাকা ঝালকাঠির হিমানন্দকাঠি থেকে এসব মাদক এনে পাটিকেল বাড়িতে কেনাবেচা করছেন। 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাকিল শিকদার। তিনি বলেন, ‘আমি বিএনপি করি। তাই এলাকার ছেলেপেলে আমার কাছে আসে। একদল লোক তা দেখে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি একটু বিড়ি-সিগারেট ছাড়া কিছু খাই না। কে বলছে এসব কথা আমাকে দেখিয়ে দিন। আমি জিজ্ঞেস করি।’ 

স্থানীয়দের অভিযোগ, শাকিল শিকদার গুয়ারেখা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কুদ্দুস শিকদারের ছেলে। তিনি বাবার প্রভাবেই এলাকায় দাপিয়ে বেড়ান। তাঁর নেতৃত্বে গোটা এলাকার বখাটে উঠতি বয়সী বেশ কিছু ছেলেদের নিয়ে গড়ে উঠেছে একটি বাহিনী। এ নিয়ে চিন্তিত এলাকার অভিভাবকেরা। 

এই বাহিনী করফা, এগারগ্রাম, পাটিকেলবাড়ী, রাজবাড়ী এলাকার বিভিন্ন অলিগলিতে সন্ধ্যা থেকে গভীর রাত অবধি বিচরণ করে। তারা কয়েকটি ভাগে ভাগ হয়ে মোটরসাইকেলে করে মাদক এনে ছড়িয়ে দেয় এসব এলাকায়। তাদের বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ করলেই তাকে মারধর করা হয়। তাই ভয়ে কেউ মুখ খুলতে চাচ্ছে না শাকিল ও তাঁর চক্রের বিরুদ্ধে। 

সম্প্রতি পাটিকেলবাড়ী ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মিন্টু ফকির নামে এক ব্যক্তি শাকিলের মাদকের বিরুদ্ধে কথা বলেন। এ কারণে ওই দিন ইউনিয়নের করফা বাজারে বসে প্রকাশ্য শাকিল তাঁকে বেধড়ক মারধর করেন। বিষয়টি মিন্টু ফকির পাটিকেলবাড়ী পুলিশকে লিখিত অভিযোগ আকারে জানিয়েছেন। 

মিন্টু ফকির অভিযোগ করেন, ‘শাকিল শিকদার এলাকায় মাদকের ব্যবসা করেন। তিনি এলাকায় মুরগি খামারের সাইনবোর্ডের আড়ালে মাদক বিক্রি করেন। মাদক বিক্রির পাশাপাশি তিনি মাঝেমধ্যে মাদক সেবন করে পড়ে থাকেন যেখানে সেখানে। তার প্রতিবাদ করে আমি সাংবাদিকদের জানাই। এ কারণে তিনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে হামলা করেছেন। বিষয়টি আমি পাটিকেলবাড়ী পুলিশ ফাঁড়িতে জানিয়েছি।’ 

এ বিষয়ে পাটিকেলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুজিবুর রহমান বলেন, ‘শাকিল শিকদার মিন্টু ফকিরকে মারধর করেছেন বলে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে। মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত