কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
গতকাল বুধবার মধ্যরাত থেকে সাগর ও নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ইলিশ বিক্রির শেষ দিন গতকাল সন্ধ্যা থেকে উপকূলের বিভিন্ন স্থানে বসে ইলিশের বাজার। গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে পটুয়াখালীর মহিপুর, আলীপুর, কলাপাড়ার স্থায়ী ও অস্থায়ী মাছ বাজারগুলো।
তবে বাজারগুলোতে আগের তুলনায় কিছুটা বেশি দামে ইলিশ বিক্রি হয়েছে বলে দাবি ক্রেতাদের। অন্যদিকে চাহিদার তুলনায় পাইকারি বাজারে ইলিশ না পাওয়ায় স্বল্প লাভে বিক্রি করতে হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
গতকাল বুধবার মধ্যরাতে কলাপাড়া পৌর শহরের মাছের বাজারে ইলিশ কিনতে আসেন শিক্ষক মো. রিয়াজুল ইসলাম। তিনি বলেন, ‘আগের তুলনায় আজ ইলিশের দাম কিছুটা বেশি।’
কলাপাড়া পৌর শহরের মাছ বিক্রেতা মাহবুব মিয়া বলেন, সরবরাহ কম থাকায় বেশি দামে ইলিশ কিনতে হয়েছে। তাই স্বল্প লাভে বিক্রি করতে হচ্ছে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা আজকের পত্রিকাকে বলেন, গতকাল মধ্যরাত থেকে নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে। অবরোধকালীন জেলেদের জন্য সরকারের পক্ষ থেকে প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে।
অপু সাহা আরও বলেন, জেলেদের সচেতন করতে ইতিমধ্যে কয়েকটি অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে। অবরোধ সফল করতে অভিযান শুরু করা হয়েছে। কেউ এ আইন অমান্য করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বুধবার মধ্যরাত থেকে সাগর ও নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ইলিশ বিক্রির শেষ দিন গতকাল সন্ধ্যা থেকে উপকূলের বিভিন্ন স্থানে বসে ইলিশের বাজার। গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে পটুয়াখালীর মহিপুর, আলীপুর, কলাপাড়ার স্থায়ী ও অস্থায়ী মাছ বাজারগুলো।
তবে বাজারগুলোতে আগের তুলনায় কিছুটা বেশি দামে ইলিশ বিক্রি হয়েছে বলে দাবি ক্রেতাদের। অন্যদিকে চাহিদার তুলনায় পাইকারি বাজারে ইলিশ না পাওয়ায় স্বল্প লাভে বিক্রি করতে হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
গতকাল বুধবার মধ্যরাতে কলাপাড়া পৌর শহরের মাছের বাজারে ইলিশ কিনতে আসেন শিক্ষক মো. রিয়াজুল ইসলাম। তিনি বলেন, ‘আগের তুলনায় আজ ইলিশের দাম কিছুটা বেশি।’
কলাপাড়া পৌর শহরের মাছ বিক্রেতা মাহবুব মিয়া বলেন, সরবরাহ কম থাকায় বেশি দামে ইলিশ কিনতে হয়েছে। তাই স্বল্প লাভে বিক্রি করতে হচ্ছে।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা আজকের পত্রিকাকে বলেন, গতকাল মধ্যরাত থেকে নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে। অবরোধকালীন জেলেদের জন্য সরকারের পক্ষ থেকে প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে।
অপু সাহা আরও বলেন, জেলেদের সচেতন করতে ইতিমধ্যে কয়েকটি অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে। অবরোধ সফল করতে অভিযান শুরু করা হয়েছে। কেউ এ আইন অমান্য করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহ করা পানিতে অতিরিক্ত লবণাক্ততার উপস্থিতি মিলেছে। পবিত্র রমজান মাস হওয়ায় এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অতি দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ বুধবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো
২ মিনিট আগেসিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের ভেতরের একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বালুচর এলাকায় অবস্থিত ছাত্রাবাসের টিলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
৫ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে গত পাঁচ মাসে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জানুয়ারি মিশ্বানী এলাকায় পুলিশ পরিচয়ে চালবোঝাই ট্রাক ছিনতাই ও একটি গাড়ি ডাকাতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
১০ মিনিট আগেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল গবেষকের গবেষণায় উঠে এসেছে, সিলেট বিভাগের ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম। গবেষণাটি ওই বিভাগের শিশুদের অপুষ্টির চিত্র বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ উপজেলাগুলো চিহ্নিত করেছে।
১৪ মিনিট আগে