Ajker Patrika

ইউপি চেয়ারম্যানকে বদ্ধভূমিতে বেঁধে রাখার হুমকি সাবেক চেয়ারম্যানের

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১২: ৩২
ইউপি চেয়ারম্যানকে বদ্ধভূমিতে বেঁধে রাখার হুমকি সাবেক চেয়ারম্যানের

নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রশিদকে বদ্ধভূমিতে বেঁধে রাখার ঘোষণা দিয়েছেন ওই ইউপির সাবেক চেয়ারম্যান আলফাজ উদ্দীন। নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় উপস্থিত কয়েক হাজার মানুষের সামনে আলফাজ উদ্দীন এ কথা বলেন। 

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে খোলা মাঠে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আলফাজ উদ্দীন উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক। 

সভায় নিজ বক্তব্যে সাবেক ইউপি চেয়ারম্যান আলফাজ উদ্দীন বলেন, ‘আমরা যারা ওয়ার্ডে বাস করি তারা টাকায় বিক্রি হই। সভায় উপস্থিত আওয়ামী লীগ নেতারা আপনারা বিক্রি হন না।’ তিনি বলেন, ‘আমি অনুরোধ করব, আওয়ামী লীগের যে সমস্ত নেতা মহিউদ্দীন মহারাজের কাছে বিক্রি হয়েছেন, আপনারা আগামীকাল থেকে মিটিংয়ে আসবেন। আর না হয়, আপনাদের সমুচিত জবাব দেওয়া হবে।’ 

এ সময় তিনি সোহাগদল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদকে উদ্দেশ্য করে বলেন, ‘আগামী ২৫ তারিখের মধ্যে চেয়ারম্যান আব্দুর রশিদ যদি দলে ফিরে না আসে তাহলে তাকে সোহাগদল বদ্ধভূমিতে বেঁধে রাখা হবে।’ 

এ বিষয়ে জানতে চাইলে আলফাজ উদ্দীন বলেন, ‘আব্দুর রশিদ আওয়ামী লীগের ব্যানারে বারবার ইউপি চেয়ারম্যান হচ্ছেন। অথচ, তিনি কোটি টাকার বিনিময়ে নৌকার বিরোধিতা করছেন। তিনি বিগত জেলা পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে গিয়ে কোটি টাকার বিনিময়ে মহিউদ্দীন মহারাজের পক্ষে নির্বাচন করেছেন। এখন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোটা টাকার বিনিময়ে চেয়ারম্যান রশিদ নৌকার পক্ষে না থেকে আবারও মহিউদ্দীন মহারাজের পক্ষে কাজ করছেন। তাই আগামী ২৫ ডিসেম্বরের মধ্য তিনি (ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ) দলে ফিরে না এলে তাঁকে সোহাগদল ইউনিয়নের বদ্ধভূমিতে বেঁধে রাখা হবে।’ 

এ সময় তিনি (সাবেক ইউপি চেয়ারম্যান আলফাজ উদ্দীন) পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দীন মহারাজকে কটাক্ষ করেও নানান কথা বলেন। আলফাজ উদ্দীনের এসব কথা ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তার বক্তব্যে। 

এসব বিষয়ে জানতে চাইলে সোহাগদল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, ‘সাবেক ইউপি চেয়ারম্যান আলফাজ উদ্দীন কেমন লোক তা ইউনিয়নের সবাই জানে। আমি তাঁর কথার বিরুদ্ধে কোনো মন্তব্য করতে চাই না।’ 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সহিদুল আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নৌকা মার্কার প্রার্থী জাতীয় পার্টি (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম সিকদারের সঞ্চালনায় বক্তব্য দেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাসসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত