Ajker Patrika

পরিত্যক্ত বস্তা থেকে দুটি চিত্রা হরিণের চামড়া উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
পরিত্যক্ত বস্তা থেকে দুটি চিত্রা হরিণের চামড়া উদ্ধার

বরগুনার পাথরঘাটায় পরিত্যক্ত বস্তা থেকে দুটি চিত্রা হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার ভোরে উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের হরিণঘাটা খালসংলগ্ন এলাকা থেকে চামড়া দুটি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাফায়াত আবরার। 

শাফায়াত আবরার জানান, হরিণঘাটা খাল হয়ে হরিণের চামড়া পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান নেয় কোস্টগার্ডের সদস্যরা। পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। বস্তা খুলে দুটি চিত্রা হরিণের চামড়া পাওয়া যায়। তবে পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা হরিণের চামড়ার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত