মির্জাগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠনের পরদিন বিলুপ্ত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১২: ৪৬

পটুয়াখালীর মির্জাগঞ্জে কৃষক দলের উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের পরদিন বিলুপ্ত করা হয়েছে। গত শুক্রবার জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান টিটু ও সদস্যসচিব মো. তরিকুল ইসলাম ইভান সিকদার এক পত্রের মাধ্যমে ৫১ সদস্যের এ কমিটির অনুমোদন দেন।

এক দিন পর গতকাল শনিবার ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে চিঠি দিয়েছেন জেলা কৃষক দলের সদস্যসচিব মো. তরিকুল ইসলাম ইভান সিকদার। বিষয়টি নিয়ে বিএনপির নেতা-কর্মীদের ভেতরে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

কমিটিতে আহ্বায়ক করা হয় মো. রাসেল মোল্লা ও সদস্যসচিব করা হয় গোলাম রসুল হাওলাদার মিলনকে। এর মধ্যে রাসেল মোল্লা গত উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়ে পরাজিত হন।

কমিটি বাতিলের বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী জেলা কৃষক দলের সদস্যসচিব মো. তরিকুল ইসলাম ইভান শিকদার বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অধীনে পাতানো কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। দলের নীতি-নির্ধারকেরা নির্বাচন বর্জনের জন্য সবাইকে নির্দেশ দেন। কিন্তু রাসেল মোল্লা দলের সিদ্ধান্ত অমান্য করে গত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেন। বিষয়টি আমাদের জানা ছিল না। এ জন্য কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময়ে যাচাই-বাছাই করে কমিটি করা হবে।’

মির্জাগঞ্জ উপজেলা কৃষক দলের কমিটি গঠনের পরদিন বিলুপ্ত। ছবি: সংগৃহীতএ বিষয়ে মো. রাসেল মোল্লা বলেন, ‘আমাকে আহ্বায়ক করে গত শুক্রবার কৃষক দলের কমিটি করা হয়েছিল। আজ জানতে পারি ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। কী জন্য বিলুপ্ত করা হয়েছে যারা কমিটি দিয়েছেন তারাই ভালো বলতে পারবেন। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত