Ajker Patrika

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আটক ১ 

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২৪, ১৯: ২৮
প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আটক ১ 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইদেলকাঠি গ্রামে এক প্রতিবন্ধী নারীকে (৩৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে পুলিশ খবর পেয়ে অভিযুক্ত জগদীশকে (৫০) থানায় নিয়ে যান। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে জলাবাড়ী ইউনিয়নের ইদেলকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে।

ওই নারীর মা বলেন, ‘আমার মেয়ে মানসিক এবং বাক্প্রতিবন্ধী। জগদীশ এর আগেও মেয়েকে ধর্ষণ করেছিল। তখন জগদীশ আমার পা জড়িয়ে ক্ষমা চাওয়ায় আমি তাকে মাফ করে দিয়েছিলাম। এখন আর ক্ষমা করব না। আমি গরিব বলে জগদীশ যা ইচ্ছে তা করে যাচ্ছে। আমি মামলা দেব। ওর উপযুক্ত বিচার চাই।’ 

এ ঘটনায় ওই নারীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

ওয়ার্ডের ইউপি সদস্য বিপ্লব সমদ্দার জানান, ‘ধর্ষণের ঘটনা শুনে আমরা সালিসে যাইনি। শুনেছি পুলিশ ওকে ধরে নিয়ে গেছে। অন্যায়কারীর শাস্তি হোক।’ 

নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীন জানান, ‘আমরা ঘটনা শোনার পর জগদীশকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছি। ওই নারীর মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মামলা রেকর্ড প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত