Ajker Patrika

নৌকা প্রতীকে আবারও জয় পেলেন শাহজাদা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
নৌকা প্রতীকে আবারও জয় পেলেন শাহজাদা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–৩ (দশমিনা-গলাচিপা) আসনে নৌকা প্রতীকে আবারও জয় পেলেন এস এম শাহজাদা। আওয়ামী লীগের মনোনীত এই প্রার্থী গতকাল অনুষ্ঠিত ভোটের ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত হন। 

দশমিনা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিহিউদ্দিন আল হেলাল এক প্রেস ব্রিফিংয়ে জানান, দশমিনা ও গলাচিপা উপজেলায় ১২৪টি কেন্দ্রে নৌকার প্রার্থী ৮৯ হাজার ১৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৪৮ হাজার ৫০৮ ভোট। 

প্রেস ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব আলম, দশমিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওয়াশিউজ্জামান চৌধুরী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরুল ইসলাম মজুমদার এবং নির্বাচন কর্মকর্তা গিয়াস উদ্দিন তালুকদার প্রমুখ। 

দশমিনা-গলাচিপা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা আজ সোমবার রাতে আওয়ামী লীগের প্রার্থী এস এম শাহজাদাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকে বিজয়ী হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত