আমতলীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী নিহত, আহত ৬

আমতলী (বরগুনা) প্রতিনিধি 
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৪: ৫৭
বরগুনার আমতলীতে উপজেলার কালীবাড়ি এলাকায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক থেকে খাদে পড়ে যাওয়া বাস। ছবি: আজকের পত্রিকা

বরগুনার আমতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে রিনা বেগম নামের এক নারী নিহত হয়েছেন। নিহতের দুই সন্তানসহ আহত হয়েছেন ছয়জন। আজ রোববার ভোর ৫টার দিকে উপজেলার কালীবাড়ি এলাকায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিনা বেগমের বাড়ি যশোরের পুলিশ লাইন কালী খোলা গ্রামে। তাঁর স্বামীর নাম মামুনুর রশিদ। রিনা বেগমের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ।

আহতরা হলেন নিহত রিনা বেগমের আড়াই বছরের ছেলে রায়হান ও মেয়ে মালিহা (৬), কলাপাড়ার হাজীপুর গ্রামের আকলিমা (৪৭) ও সানজিদা (২৩) এবং মাগুরার শ্রীপুর উপজেলার রাজু মিয়া (২৪)। তাৎক্ষণিক একজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সুরভী পরিবহন নামের একটি বাসে মামুনুর রশিদ স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে কুয়াকাটায় যাচ্ছিলেন। পথিমধ্যে আজ রোববার সকালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় সাত যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান গুরুতর আহত রিনা বেগমকে মৃত ঘোষণা করেছেন। বাকিদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সংকটজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. হানিফ বলেন, আজ ভোর রাতে কুয়াকাটাগামী সুরভী পরিবহন দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে একজন নারী নিহত ও ৬ জন আহত হয়েছেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মনিরুজ্জামান বলেন, রিনা নামের এক নারী নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আহত ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে সংকটজনক অবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত