কর্মবিরতিতে পবিপ্রবির কর্মকর্তারা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ১৭: ৩৯

প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তর থেকে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সরিয়ে দেওয়াসহ ৬ দফা দাবি আদায়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কর্মকর্তাদের একাংশ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন। আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি কর্মসূচি পালন করেন তাঁরা।

দাবিগুলোর মধ্য রয়েছে, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রশাসনের বাইরে বদলি করা। সকল কর্মকর্তাদের সহকারী রেজিস্ট্রার পদের স্কেল ষষ্ঠ গ্রেডে এবং ডেপুটি রেজিস্ট্রার পদের স্কেল চতুর্থ গ্রেডে উন্নীত করা। অর্গানোগ্রাম কমিটিতে অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের রাখা। 

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক মো. ওয়াজ কুরুনীসহ অনেকে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত