কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রীদের ওপর লাঠি দিয়ে হামলা করা এক যুবকের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। তিনি পটুয়াখালী জেলার কুয়াকাটার ছাত্রলীগ কর্মী বলে জানান, কুয়াকাটা পৌর ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি মো. মজিবুর রহমান।
কুয়াকাটা পৌর ছাত্রলীগ ও স্থানীয়রা জানান, ওই যুবকের নাম মো. রুবেল খান। তিনি কুয়াকাটা পৌর ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। রুবেল খান কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সদস্য মো. নুরু খানের ছেলে। তিনি দীর্ঘদিন কুয়াকাটা পৌরসভার ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
গতকাল সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলা সংঘর্ষের পর এমন ছবি ভাইরাল হয় ফেসবুকে। তাঁর ছবি ভাইরালের পরপরই নিজ এলাকার সাধারণ মানুষ ও সাবেক ছাত্রলীগ কর্মীরাও নিন্দা জানিয়েছেন।
এ বিষয়ে কুয়াকাটা পৌর ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি মো. মজিবুর রহমান বলেন, ‘রুবেল কুয়াকাটা ছাত্রলীগ কর্মী তবে পৌর ছাত্রলীগের সদস্য নন। রুবেল এক বছর আগে ঢাকায় যান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। এলাকাতেও পড়াশোনা করতেন না। তবে এলাকায় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ছিল।’
এই সভাপতি আরও বলেন, ‘আমরা আন্দোলনকে আন্দোলন দিয়ে মোকাবিলা করব। কিন্তু তার এইরকম কাজ ছাত্রলীগ প্রশ্রয় দেয় না। আমি তাঁর এই কাজের নিন্দা জানাই।’
এ বিষয়ে জানতে ছাত্রলীগ কর্মী রুবেলকে কল করলে তিনি রিসিভ করেননি।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রীদের ওপর লাঠি দিয়ে হামলা করা এক যুবকের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। তিনি পটুয়াখালী জেলার কুয়াকাটার ছাত্রলীগ কর্মী বলে জানান, কুয়াকাটা পৌর ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি মো. মজিবুর রহমান।
কুয়াকাটা পৌর ছাত্রলীগ ও স্থানীয়রা জানান, ওই যুবকের নাম মো. রুবেল খান। তিনি কুয়াকাটা পৌর ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। রুবেল খান কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সদস্য মো. নুরু খানের ছেলে। তিনি দীর্ঘদিন কুয়াকাটা পৌরসভার ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
গতকাল সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলা সংঘর্ষের পর এমন ছবি ভাইরাল হয় ফেসবুকে। তাঁর ছবি ভাইরালের পরপরই নিজ এলাকার সাধারণ মানুষ ও সাবেক ছাত্রলীগ কর্মীরাও নিন্দা জানিয়েছেন।
এ বিষয়ে কুয়াকাটা পৌর ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি মো. মজিবুর রহমান বলেন, ‘রুবেল কুয়াকাটা ছাত্রলীগ কর্মী তবে পৌর ছাত্রলীগের সদস্য নন। রুবেল এক বছর আগে ঢাকায় যান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। এলাকাতেও পড়াশোনা করতেন না। তবে এলাকায় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ছিল।’
এই সভাপতি আরও বলেন, ‘আমরা আন্দোলনকে আন্দোলন দিয়ে মোকাবিলা করব। কিন্তু তার এইরকম কাজ ছাত্রলীগ প্রশ্রয় দেয় না। আমি তাঁর এই কাজের নিন্দা জানাই।’
এ বিষয়ে জানতে ছাত্রলীগ কর্মী রুবেলকে কল করলে তিনি রিসিভ করেননি।
রাজধানীর পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় বে-সামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়ার সচিব মহিবুল হক (৬৪) ও বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারীকে (৬০) তিনদিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজি
৬ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় হারুন মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার মাসকা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত হারুন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য রইছউদ্দিনের ছেলে।
২২ মিনিট আগেপদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রেলপথে পরীক্ষামূলক ট্রেনের ট্রায়েল শেষ হয়েছে। আজ রোববার ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে খুলনা পৌঁছায় বেলা ১টা ১০ মিনিটে। পরীক্ষামূলক ট্রেনটির এটি তৃতীয় ট্রায়েল।
৩৩ মিনিট আগেবগুড়ায় আন্দোলনে নিহত রিপন ফকিরের মরদেহ আদালতের নির্দেশে তিন মাস ২০ দিন পর কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হয়েছে। সুষ্ঠু তদন্ত শেষে মরদেহ পুনরায় দাফন করা হবে।
৪০ মিনিট আগে