প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল)
আগৈলঝাড়া উপজেলার পয়সা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অ্যাসাইনমেন্টের নামে শিক্ষার্থীদের থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অমান্য করে প্রায় ২০০ এসএসসি পরীক্ষার্থীর কাছ থেকে বিনা রশিদে ৪০০ টাকা করে আদায় করা হয়েছে।
উপজেলার পশ্চিম সীমান্ত এলাকায় অবস্থিত পয়সা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের বিদ্যালয় শাখার অভিভাবকেরা অভিযোগ করেন, পয়সা স্কুলের অধ্যক্ষ মিজানুর রহমান গত শুক্রবার থেকে স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ৫টি প্রশ্নের একটি অ্যাসাইনমেন্ট দিয়ে বিনা রশিদে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৪০০ টাকা করে আদায় করেছেন।
মহামারি করোনাকালে শিক্ষার্থীদের কাছ থেকে অ্যাসাইনমেন্টর জন্য সরকারিভাবে টাকা নেওয়ার কোনো নির্দেশনা না থাকলেও অধ্যক্ষ মিজানুর রহমান এলাকার গরিব অভিভাকদের কাছ থেকে অবৈধভাবে এই টাকা আদায় করছেন।
বিদ্যালয়টিতে নতুন পুরান মিলে এ বছর ১৯৯ জন এসএসসি পরীক্ষার্থী রয়েছে। এই হিসেবে ৪০০ টাকা হিসেবে অবৈধভাবে হাতিয়ে নেওয়া অর্থের পরিমাণ দাড়ায় ৭৯ হাজার ৬০০ টাকা।
অধ্যক্ষ মিজানুর রহমান ফোনে বিনা রশিদে টাকা নেওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ‘অ্যাসাইনমেন্টের জন্য সব টাকা নেওয়া হয়নি। টিউশন ফি ও অন্যান্য চার্জ বাবদ টাকা নেওয়া হয়েছে।’ বিনা রশিদে টাকা নেওয়ার কারণ সম্পর্কে তিনি জানান, এই প্রতিনিধি বললে তিনি টাকার রশিদ দিয়ে দিবেন। টিউশন ফি ও অন্যান্য চার্জ বাবদ টাকা নিলে কেন ফেরত দিবেন এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি।
অ্যাসাইনমেন্টের নামে ৪০০ টাকা করে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করার বিষয়ে বিদ্যালয়ের এডহক পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁর কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ৩০ জুন। তাই হয়তো তাকে কিছুই জানাননি অধ্যক্ষ।
আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ জানান, অ্যাসাইনমেন্টের নামে টাকা আদায় করতে পারবে না কোনো স্কুল। যদি মিজানুর রহমান টাকা নিয়ে থাকেন এর দায় দায়িত্ব তিনিই নেবেন।
আগৈলঝাড়া ইউএনও আবুল হাশেম জানান, সরকারি নির্দেশনার বাইরে কোনো টাকা আদায় করা হলে তা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। একই সঙ্গে বিষয়টি তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেবেন তিনি।
আগৈলঝাড়া উপজেলার পয়সা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অ্যাসাইনমেন্টের নামে শিক্ষার্থীদের থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অমান্য করে প্রায় ২০০ এসএসসি পরীক্ষার্থীর কাছ থেকে বিনা রশিদে ৪০০ টাকা করে আদায় করা হয়েছে।
উপজেলার পশ্চিম সীমান্ত এলাকায় অবস্থিত পয়সা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের বিদ্যালয় শাখার অভিভাবকেরা অভিযোগ করেন, পয়সা স্কুলের অধ্যক্ষ মিজানুর রহমান গত শুক্রবার থেকে স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ৫টি প্রশ্নের একটি অ্যাসাইনমেন্ট দিয়ে বিনা রশিদে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৪০০ টাকা করে আদায় করেছেন।
মহামারি করোনাকালে শিক্ষার্থীদের কাছ থেকে অ্যাসাইনমেন্টর জন্য সরকারিভাবে টাকা নেওয়ার কোনো নির্দেশনা না থাকলেও অধ্যক্ষ মিজানুর রহমান এলাকার গরিব অভিভাকদের কাছ থেকে অবৈধভাবে এই টাকা আদায় করছেন।
বিদ্যালয়টিতে নতুন পুরান মিলে এ বছর ১৯৯ জন এসএসসি পরীক্ষার্থী রয়েছে। এই হিসেবে ৪০০ টাকা হিসেবে অবৈধভাবে হাতিয়ে নেওয়া অর্থের পরিমাণ দাড়ায় ৭৯ হাজার ৬০০ টাকা।
অধ্যক্ষ মিজানুর রহমান ফোনে বিনা রশিদে টাকা নেওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ‘অ্যাসাইনমেন্টের জন্য সব টাকা নেওয়া হয়নি। টিউশন ফি ও অন্যান্য চার্জ বাবদ টাকা নেওয়া হয়েছে।’ বিনা রশিদে টাকা নেওয়ার কারণ সম্পর্কে তিনি জানান, এই প্রতিনিধি বললে তিনি টাকার রশিদ দিয়ে দিবেন। টিউশন ফি ও অন্যান্য চার্জ বাবদ টাকা নিলে কেন ফেরত দিবেন এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি।
অ্যাসাইনমেন্টের নামে ৪০০ টাকা করে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করার বিষয়ে বিদ্যালয়ের এডহক পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁর কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ৩০ জুন। তাই হয়তো তাকে কিছুই জানাননি অধ্যক্ষ।
আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ জানান, অ্যাসাইনমেন্টের নামে টাকা আদায় করতে পারবে না কোনো স্কুল। যদি মিজানুর রহমান টাকা নিয়ে থাকেন এর দায় দায়িত্ব তিনিই নেবেন।
আগৈলঝাড়া ইউএনও আবুল হাশেম জানান, সরকারি নির্দেশনার বাইরে কোনো টাকা আদায় করা হলে তা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। একই সঙ্গে বিষয়টি তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেবেন তিনি।
সিলেটের শাহপরানের পিরেরচক এলাকার মনোয়ার জাহান চৌধুরী তিন বছর ধরে যুক্তরাজ্যের বার্মিংহামে সপরিবারে বসবাস করছেন। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর সশরীরে হামলার অভিযোগ এনে সম্প্রতি সিলেটের আদালতে মামলার আবেদন করেছেন শেখ শফিউর রহমান কায়েছ নামের একজন।
১ ঘণ্টা আগেজামালপুরের ইসলামপুরে ২০২৪-২৫ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কর্মসূচি টিআর-কাবিখা-কাবিটার কাজ শুরু করার আগেই প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেছে। ১৫ মার্চ প্রকল্পের নির্ধারিত মেয়াদ শেষ হয়।
২ ঘণ্টা আগেঢাকার ধামরাইয়ে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কয়েক বিঘা জমি বেদখল হয়ে যাচ্ছে। ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া সেতু এলাকার ওই জমিতে সাইনবোর্ড ঝোলানোর পাশাপাশি মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। স্থানীয় বাজারদর অনুযায়ী জমিগুলোর দাম প্রায় ৬ কোটি টাকা।
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় যৌথ বাহিনীর অভিযানে ধারালো অস্ত্র ও মাদকসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাকারী ও মাদক কারবারি বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
২ ঘণ্টা আগে