বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১৮ জেলে উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) বরগুনা 
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ১৬

দক্ষিণ বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেলে উদ্ধারকারী ট্রলার জেলেদের নিয়ে বরগুনার পাথরঘাটা ঘাটে ফিরেছে। 

রোববার ভোর ৩টার দিকে বঙ্গোপসাগরের সোনার চর এলাকা থেকে দক্ষিণে ট্রলার ডুবির ঘটনা ঘটে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। 

উদ্ধার হওয়া জেলেদের মধ্যে ৭ জনের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় এবং বাকি ১১ জেলের বাড়ি নোয়াখালী জেলার বিভিন্ন এলাকায়। 

ট্রলার মালিক পাথরঘাটা পৌর এলাকার মারুফ হোসেন জানান, পহেলা ফেব্রুয়ারি পাথরঘাটা ঘাট থেকে রসদ সামগ্রী নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায় এফবি আল আমিন নামের ট্রলারটি। এরপর থেকে তারা সাগরে মাছ শিকার করছিল। গতকাল শনিবার সোনারচর এলাকায় জাল ফেলে রাতে অর্ধেক জাল টানেন এবং বাকি জালগুলো সকালে টানার জন্য রেখে ঘুমিয়ে পরে জেলেরা। ভোরের দিকে মাঝি ঘুম থেকে উঠে দেখেন ট্রলারের অর্ধেক ডুবে গেছে। এর পর অন্য জেলেদের ঘুম থেকে ডাকার মধ্যেই ট্রলারটি সম্পূর্ণ ডুবে যায়। এ সময় জেলেরা নদীতে ঝাঁপ দেয়। কিছুক্ষণ ভেসে থাকার পর অন্য একটি ট্রলার তাঁদের উদ্ধার করে পটুয়াখালীর রাঙ্গাবালি এলাকায় নিয়ে যায়। সেখান থেকে রোববার বিকেলে পাথরঘাটায় ফিরে। 

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এফবি আল-আমিন নামের একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটি উদ্ধারের জন্য মালিক সমিতির পক্ষ থেকে দুটি ট্রলার পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ১৮ জেলে সুস্থ আছে। 

কোস্টগার্ড দক্ষিণ জোন পাথরঘাটা স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার মো. সাকিব মেহবুব জানান, আমরা এখন পর্যন্ত ট্রলার ডুবির খবর পাইনি। খোঁজ নিয়ে দেখছি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত