মুলাদীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যালয় ভবন, পাঠদান ব্যাহত

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৪, ১৬: ২৪

বরিশালের মুলাদীতে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে চরকালেখান ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি। এতে শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৮ সালে বিদ্যালয়ে তিনতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের জন্য ১ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ হয়। ওই বছরই জুনে ১৮ মাস সময় দিয়ে ভবন নির্মাণের কার্যাদেশ দেয় শিক্ষাপ্রকৌশল অধিদপ্তর। কিন্তু ঠিকাদার কাজ না করায় ভবন নির্মাণ হয়নি। গত ২৭ মে দিবাগত রাত ঘূর্ণিঝড়ে বিদ্যালয়ে টিনের চালা কয়েক জায়গা ভেঙে ও উড়ে গেছে। ফলে শ্রেণি কক্ষে রোদ ও বৃষ্টির মধ্যে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্চে। দ্রুত ভবন নির্মাণ না হলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। 

ওই বিদ্যালয়ের সভাপতি ও চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম সরদার আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যালয়ের ভবনের চালা আংশিক উড়ে গেছে। অনেক জায়গা দিয়ে পানি পড়ে। ভবনটি সংস্কার এবং পাকা ভবন নির্মাণের চেষ্টা চলছে।’ 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ে প্রধান শিক্ষক ভবন সংস্কার এবং পাকা ভবন নির্মাণের জন্য আবেদন করেছেন। বরিশাল শিক্ষা প্রকৌশল দপ্তরে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত