নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরী বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি মানে সরকার বাতি জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু আলো ছড়িয়ে দেওয়ার কাজ শিক্ষকদের। একটি বিশ্ববিদ্যালয় বিশ্বের যে প্রান্তেই সৃষ্টি হোক না কেন, তার কাজ হচ্ছে জ্ঞানের প্রজ্বলন করা এবং জ্ঞান সৃষ্টি করা।’
আজাদ চৌধুরী, ‘গুণগত শিক্ষা নিশ্চিত করতে পারলে কর্মসংস্থানে বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম দেশ। তখন সবাই কর্মমুখী হবে।’
আজ বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কে আজাদ চৌধুরী এসব কথা বলেন।
আজাদ চৌধুরী বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয় একদিন নিজেকে নিয়ে যাবে ঈর্ষান্বিত পর্যায়ে। তখন আমরা বিশ্ববাসীকে বলতে পারব বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়।’
বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি মানে সরকার বাতি জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু আলো ছড়িয়ে দেওয়ার কাজ শিক্ষকদের। এই মন্তব্য করে আজাদ চৌধুরী বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয় বিশ্বের যে প্রান্তেই সৃষ্টি হোক না কেন, তার কাজ হচ্ছে জ্ঞানের প্রজ্বলন করা এবং জ্ঞান সৃষ্টি করা।’
আজাদ চৌধুরী আরও বলেন, ‘বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রয়েছে। এটাও কমানো প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশ্ববিদ্যালয়টিকে প্রতিষ্ঠা করেছিলেন। এর মান রক্ষার দায়িত্ব এখানকার সকলের।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক গুলশান আরা লতিফা এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির (বিপিএম, পিপিএম)।
ববি রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, কলা ও মানবিক অনুষদের ডিন মোহাম্মদ তানভীর কায়ছার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তারেক মাহমুদ আবীর, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন।
এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন অতিথিরা। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরী বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি মানে সরকার বাতি জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু আলো ছড়িয়ে দেওয়ার কাজ শিক্ষকদের। একটি বিশ্ববিদ্যালয় বিশ্বের যে প্রান্তেই সৃষ্টি হোক না কেন, তার কাজ হচ্ছে জ্ঞানের প্রজ্বলন করা এবং জ্ঞান সৃষ্টি করা।’
আজাদ চৌধুরী, ‘গুণগত শিক্ষা নিশ্চিত করতে পারলে কর্মসংস্থানে বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম দেশ। তখন সবাই কর্মমুখী হবে।’
আজ বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কে আজাদ চৌধুরী এসব কথা বলেন।
আজাদ চৌধুরী বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয় একদিন নিজেকে নিয়ে যাবে ঈর্ষান্বিত পর্যায়ে। তখন আমরা বিশ্ববাসীকে বলতে পারব বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়।’
বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি মানে সরকার বাতি জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু আলো ছড়িয়ে দেওয়ার কাজ শিক্ষকদের। এই মন্তব্য করে আজাদ চৌধুরী বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয় বিশ্বের যে প্রান্তেই সৃষ্টি হোক না কেন, তার কাজ হচ্ছে জ্ঞানের প্রজ্বলন করা এবং জ্ঞান সৃষ্টি করা।’
আজাদ চৌধুরী আরও বলেন, ‘বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রয়েছে। এটাও কমানো প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশ্ববিদ্যালয়টিকে প্রতিষ্ঠা করেছিলেন। এর মান রক্ষার দায়িত্ব এখানকার সকলের।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক গুলশান আরা লতিফা এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির (বিপিএম, পিপিএম)।
ববি রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, কলা ও মানবিক অনুষদের ডিন মোহাম্মদ তানভীর কায়ছার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তারেক মাহমুদ আবীর, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আরিফ হোসেন।
এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন অতিথিরা। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
বাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
৩ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
২২ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১ ঘণ্টা আগেসিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
১ ঘণ্টা আগে