ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
যানজট নিরসনসহ সড়কে শৃঙ্খলা ফেরাতে দীর্ঘ ২২ বছর পরে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পৌর শহরের নিমতলা মোড়ে এই ট্রাফিক ব্যবস্থার উদ্বোধন করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ও ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাজেদুল ইসলাম।
২২ ফেব্রুয়ারি ফুলবাড়ী থানা-পুলিশ কর্তৃক আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে দিনাজপুর জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন ফুলবাড়ীতে ট্রাফিক ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি দেন। সেই মোতাবেক এই ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থা চালু করায় স্থানীয়রা পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছেন।
জানা গেছে, এর আগে ২০০৩ সাল পর্যন্ত ফুলবাড়ী পৌর শহরে ঢাকা মোড় এবং নিমতলা মোড়ে ট্রাফিক ব্যবস্থা চালু ছিল। ওই সময় হঠাৎ করেই ফুলবাড়ী থেকে ট্রাফিক প্রত্যাহার করে নেওয়া হয়; যা আর পরে মোতায়েন করা হয়নি। এর পর থেকে বেপরোয়া নিয়ন্ত্রণহীন যানবাহন চলাচলের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে চলেছে। এতে অনেকেই প্রাণ হারিয়েছে, আহত হয়েছেও অনেকে। দীর্ঘদিন পর আবারও ট্রাফিক ব্যবস্থা চালু হওয়ায় এই সমস্যার সমাধান হবে বলে মনে করছেন স্থানীয়রা।
ফুলবাড়ী থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ফুলবাড়ীতে ২০টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ১৪ জন নিহত হয়, আহত হয় প্রায় শতাধিক। এ ছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৫টি দুর্ঘটনা ঘটে, এতে ৫ জনই নিহত হয়।
নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হারুন উর রশিদ বলেন, ‘ফুলবাড়ীবাসীর দীর্ঘদিনের চাওয়া ছিল ট্রাফিক ব্যবস্থা, আজ তা পূরণ হলো। এ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের ব্যাপক ভূমিকা ছিল। ট্রাফিক ব্যবস্থা চালু হওয়ায় শহরে যানজট নিরসনসহ সড়কে শৃঙ্খলা ফিরবে। এতে অনেকাংশে দুর্ঘটনা কমে আসবে বলে মনে করি।’
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, ‘২২ ফেব্রুয়ারি ফুলবাড়ী থানা-পুলিশ কর্তৃক আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার মহোদয়ের প্রতিশ্রুতি মোতাবেক এই ট্রাফিক ব্যবস্থা চালু করা হল। ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাজেদুল ইসলামের নেতৃত্বে ৫ জনের একটি টিম এখানে কাজ করবে। আশা করছি, ফুলবাড়ী শহরের দীর্ঘদিনের যে যানজটের সমস্যা ছিল, তা নিরসন হবে। এই ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করছি, পাশাপাশি ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোসহ হেলমেট ব্যবহার করার আহ্বান জানাচ্ছি।’
যানজট নিরসনসহ সড়কে শৃঙ্খলা ফেরাতে দীর্ঘ ২২ বছর পরে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পৌর শহরের নিমতলা মোড়ে এই ট্রাফিক ব্যবস্থার উদ্বোধন করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ও ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাজেদুল ইসলাম।
২২ ফেব্রুয়ারি ফুলবাড়ী থানা-পুলিশ কর্তৃক আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে দিনাজপুর জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন ফুলবাড়ীতে ট্রাফিক ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি দেন। সেই মোতাবেক এই ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থা চালু করায় স্থানীয়রা পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছেন।
জানা গেছে, এর আগে ২০০৩ সাল পর্যন্ত ফুলবাড়ী পৌর শহরে ঢাকা মোড় এবং নিমতলা মোড়ে ট্রাফিক ব্যবস্থা চালু ছিল। ওই সময় হঠাৎ করেই ফুলবাড়ী থেকে ট্রাফিক প্রত্যাহার করে নেওয়া হয়; যা আর পরে মোতায়েন করা হয়নি। এর পর থেকে বেপরোয়া নিয়ন্ত্রণহীন যানবাহন চলাচলের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে চলেছে। এতে অনেকেই প্রাণ হারিয়েছে, আহত হয়েছেও অনেকে। দীর্ঘদিন পর আবারও ট্রাফিক ব্যবস্থা চালু হওয়ায় এই সমস্যার সমাধান হবে বলে মনে করছেন স্থানীয়রা।
ফুলবাড়ী থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ফুলবাড়ীতে ২০টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ১৪ জন নিহত হয়, আহত হয় প্রায় শতাধিক। এ ছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ৫টি দুর্ঘটনা ঘটে, এতে ৫ জনই নিহত হয়।
নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হারুন উর রশিদ বলেন, ‘ফুলবাড়ীবাসীর দীর্ঘদিনের চাওয়া ছিল ট্রাফিক ব্যবস্থা, আজ তা পূরণ হলো। এ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের ব্যাপক ভূমিকা ছিল। ট্রাফিক ব্যবস্থা চালু হওয়ায় শহরে যানজট নিরসনসহ সড়কে শৃঙ্খলা ফিরবে। এতে অনেকাংশে দুর্ঘটনা কমে আসবে বলে মনে করি।’
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, ‘২২ ফেব্রুয়ারি ফুলবাড়ী থানা-পুলিশ কর্তৃক আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার মহোদয়ের প্রতিশ্রুতি মোতাবেক এই ট্রাফিক ব্যবস্থা চালু করা হল। ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাজেদুল ইসলামের নেতৃত্বে ৫ জনের একটি টিম এখানে কাজ করবে। আশা করছি, ফুলবাড়ী শহরের দীর্ঘদিনের যে যানজটের সমস্যা ছিল, তা নিরসন হবে। এই ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করছি, পাশাপাশি ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোসহ হেলমেট ব্যবহার করার আহ্বান জানাচ্ছি।’
নাটোরের লালপুরে এক আইনজীবীর বাড়িতে মুখোশধারী ডাকাতদল হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন আইনজীবীসহ তিনজন।
২৮ মিনিট আগেরাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ঠেকাতে পরিচালিত বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র তালেবুর রহমান।
৩৭ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে শুরু হয়েছে পাথর লুটপাট। বুধবার সকালেও দেখা গেছে কয়েকশ বারকি নৌকায় করে চলেছে পাথর উত্তোলন। এতে হুমকির মুখে পড়েছে প্রাকৃতিক সৌন্দর্যের এই অনন্য স্থান।
৪২ মিনিট আগেসাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আহত শ্রমিক, নিহত শ্রমিকদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সাভার বাসস্ট্যান্ডের পাশে ধসে পড়া রানা প্লাজার সামনে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।
২ ঘণ্টা আগে