Ajker Patrika

পাথরঘাটায় মাদ্রাসাছাত্রীকে ইভ টিজিং করায় রিকশাচালকের কারাদণ্ড

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২১: ৩৩
পাথরঘাটায় মাদ্রাসাছাত্রীকে ইভ টিজিং করায় রিকশাচালকের কারাদণ্ড

বরগুনার পাথরঘাটা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার এক ছাত্রীকে ইভ টিজিং করায় আব্দুস সালাম নামের এক রিকশাচালককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার এ কারাদণ্ডাদেশ দেন। 

আব্দুস সালাম কক্সবাজার এলাকার মৃত আলী আহমদের ছেলে। তিনি বর্তমানে পাথরঘাটা পৌর শহরের তিন নম্বর ওয়ার্ডের হাসপাতালের পেছনের আবাসনের বাসিন্দা। 

জানা গেছে, পাথরঘাটা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার এক শিক্ষার্থীকে মাদ্রাসা থেকে আসা যাওয়ার পথে নানা ধরনের কথা বলে উত্ত্যক্ত করেন এবং প্রেমের প্রস্তাব দিতেন আব্দুস সালাম। এ ছাড়া রিকশায় উঠিয়ে হরিণঘাটা ইকোপার্কে ঘুরতে যাওয়ার ও এর বিনিময়ে টাকাও দিতে চাইতেন তিনি। বিষয়টি ওই মাদ্রাসাছাত্রী তার মাকে জানায়। এরপর মঙ্গলবার সকাল থেকে মাদ্রাসা এলাকায় অবস্থান নেন ছাত্রীর মা। মাদ্রাসা ছুটির সময় ওই রিকশাচালক মাদ্রাসার সামনে আসলে ওই ছাত্রী তার মাকে দেখিয়ে দেয়। এরপর মাদ্রাসার শিক্ষকদের নিয়ে রিকশাচালককে আটকে রেখে পুলিশকে খবর দিয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান হয়। 

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল গোলদার জানান, ইভ টিজিংয়ের শিকার ওই মাদ্রাসারছাত্রীর অভিযোগের ভিত্তিতে আব্দুস সালামকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত