লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহনে বাইপাস সড়কের নির্মাণাধীন বেইলি ব্রিজ ভেঙে খালের মধ্যে পড়ে যাওয়া পাথরবোঝাই ট্রাক এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ভোলা-চরফ্যাশন মহাসড়কের লালমোহন উপজেলার ডাওরী বাজার এলকার ব্রিজটি ভেঙে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। যার ফলে চরম দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। ট্রাকটি উদ্ধার করতে ভোলা ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী।
এদিকে ট্রাকটি উদ্ধার শেষে পুনরায় বেইলি ব্রিজটি নির্মাণ করতে চার থেকে পাঁচ দিন সময় লাগবে বলে আজ বুধবার দুপুর ১২টার দিকে জানিয়েছেন ভোলা সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম।
নির্বাহী প্রকৌশলী জানান, দুর্ঘটনার শিকার ট্রাকটিতে বিপুল পরিমাণ পাথর রয়েছে। যার কারণে পাথরগুলো সরিয়ে ট্রাকটি তুলতে সময় লাগছে। আজকেও ট্রাকটি তোলা সম্ভব হবে না বলে জানান তিনি। এ ছাড়া দুর্ঘটনার শিকার একটি প্রাইভেট কার, দুইটি ইজিবাইক ও একটি অটোরিকশা ঘটনার দিন বিকেলে উদ্ধার করা হয়েছে।
নির্বাহী প্রকৌশলী আরও জানান, পাথর সরিয়ে ট্রাকটি উদ্ধার করে পুরো ব্রিজটি এখান থেকে সরিয়ে ফেলে নতুন আরেকটি বেইলি ব্রিজ এখানে নির্মাণ করা হবে। তবে নতুন ব্রিজটি নির্মাণ করে যান চলাচল স্বাভাবিক করতে এখনো চার থেকে পাঁচ দিন সময় লাগবে বলে জানান তিনি।
চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা বাসগুলো দুর্ঘটনাকবলিত জায়গায় যাত্রী নামিয়ে দেয়। যাত্রীরা সেখানে নেমে ট্রলার পারাপার হয়ে ডাওরী বাজার গিয়ে পুনরায় বাসে চড়ে ভোলায় আসছে।
মো. ইব্রাহিম, তানিয়া, বিলকিছ, আরেফিনসহ অনেক যাত্রী জানান, ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে অনেক দুর্ভোগে পড়তে হয়েছে তাঁদের। দ্রুত ব্রিজটি নির্মাণ করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানান দুর্ভোগের শিকার যাত্রীরা।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, সড়ক ও জনপদ বিভাগ খুব দ্রুত সময়ের মধ্যে নতুন একটি ব্রিজ নির্মাণ করে যান চলাচল স্বাভাবিক করে দেবে বলে জানিয়েছে। এ ছাড়াও দুর্ঘটনাকবলিত জায়গায় পুলিশ রাখা হয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলা-চরফ্যাশন মহাসড়কের লালমোহন উপজেলার ডাওরী বাজার এলাকায় বাইপাস বেইলি ব্রিজ ভেঙে একটি পাথরবোঝাই ট্রাক, একটি প্রাইভেট কার, দুইটি ইজিবাইক ও একটি অটোরিকশা খালের মধ্যে পড়ে যায়।
এ ঘটনায় ইজিবাইক ও অটোরিকশার ৩ যাত্রী আহত হন। তাঁদের স্থানীয় লোকজন উদ্ধার করে স্থানীয় পর্যায়ে চিকিৎস দেন। দুর্ঘটনার শিকার যানবাহনগুলোকে উদ্ধার করতে লালমোহন থানা-পুলিশ ও ভোলা ফায়ার সার্ভিস যৌথ অভিযানে নামে।
ভোলার লালমোহনে বাইপাস সড়কের নির্মাণাধীন বেইলি ব্রিজ ভেঙে খালের মধ্যে পড়ে যাওয়া পাথরবোঝাই ট্রাক এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ভোলা-চরফ্যাশন মহাসড়কের লালমোহন উপজেলার ডাওরী বাজার এলকার ব্রিজটি ভেঙে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। যার ফলে চরম দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। ট্রাকটি উদ্ধার করতে ভোলা ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী।
এদিকে ট্রাকটি উদ্ধার শেষে পুনরায় বেইলি ব্রিজটি নির্মাণ করতে চার থেকে পাঁচ দিন সময় লাগবে বলে আজ বুধবার দুপুর ১২টার দিকে জানিয়েছেন ভোলা সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম।
নির্বাহী প্রকৌশলী জানান, দুর্ঘটনার শিকার ট্রাকটিতে বিপুল পরিমাণ পাথর রয়েছে। যার কারণে পাথরগুলো সরিয়ে ট্রাকটি তুলতে সময় লাগছে। আজকেও ট্রাকটি তোলা সম্ভব হবে না বলে জানান তিনি। এ ছাড়া দুর্ঘটনার শিকার একটি প্রাইভেট কার, দুইটি ইজিবাইক ও একটি অটোরিকশা ঘটনার দিন বিকেলে উদ্ধার করা হয়েছে।
নির্বাহী প্রকৌশলী আরও জানান, পাথর সরিয়ে ট্রাকটি উদ্ধার করে পুরো ব্রিজটি এখান থেকে সরিয়ে ফেলে নতুন আরেকটি বেইলি ব্রিজ এখানে নির্মাণ করা হবে। তবে নতুন ব্রিজটি নির্মাণ করে যান চলাচল স্বাভাবিক করতে এখনো চার থেকে পাঁচ দিন সময় লাগবে বলে জানান তিনি।
চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা বাসগুলো দুর্ঘটনাকবলিত জায়গায় যাত্রী নামিয়ে দেয়। যাত্রীরা সেখানে নেমে ট্রলার পারাপার হয়ে ডাওরী বাজার গিয়ে পুনরায় বাসে চড়ে ভোলায় আসছে।
মো. ইব্রাহিম, তানিয়া, বিলকিছ, আরেফিনসহ অনেক যাত্রী জানান, ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে অনেক দুর্ভোগে পড়তে হয়েছে তাঁদের। দ্রুত ব্রিজটি নির্মাণ করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানান দুর্ভোগের শিকার যাত্রীরা।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, সড়ক ও জনপদ বিভাগ খুব দ্রুত সময়ের মধ্যে নতুন একটি ব্রিজ নির্মাণ করে যান চলাচল স্বাভাবিক করে দেবে বলে জানিয়েছে। এ ছাড়াও দুর্ঘটনাকবলিত জায়গায় পুলিশ রাখা হয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলা-চরফ্যাশন মহাসড়কের লালমোহন উপজেলার ডাওরী বাজার এলাকায় বাইপাস বেইলি ব্রিজ ভেঙে একটি পাথরবোঝাই ট্রাক, একটি প্রাইভেট কার, দুইটি ইজিবাইক ও একটি অটোরিকশা খালের মধ্যে পড়ে যায়।
এ ঘটনায় ইজিবাইক ও অটোরিকশার ৩ যাত্রী আহত হন। তাঁদের স্থানীয় লোকজন উদ্ধার করে স্থানীয় পর্যায়ে চিকিৎস দেন। দুর্ঘটনার শিকার যানবাহনগুলোকে উদ্ধার করতে লালমোহন থানা-পুলিশ ও ভোলা ফায়ার সার্ভিস যৌথ অভিযানে নামে।
খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। মারামারির একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেখানে চাঁদার টাকা ভাগাভাগিকে কেন্দ্রে করে এ ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়।
১ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে এক তরুণীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে সখীপুর-কচুয়া সড়কের পৌর শহরের মা ও শিশু কেয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগেবুধবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহপরান এলাকার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই সংঘর্ষে যুক্ত হয় আরও তিন গ্রামের মানুষ। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। থেমে থেমে সংঘর্ষ চলে আড়াই ঘণ্টা। এই সংঘর্ষে পাঁচ গ্রামের কয়েক শ মানুষ জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ...
১৯ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ছাত্রদলের সাবেক নেতার সঙ্গে প্রতিপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় সংবাদকর্মীসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
২৯ মিনিট আগে