বরগুনা প্রতিনিধি
বরগুনা সদরে এম বালিয়াতলী ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন গাজী (৪৮) মারধরের শিকার হয়েছেন বলে জানা গেছে।
দেলোয়ার গাজীর অভিযোগ, রোববার রাত আটটার দিকে স্থানীয় বাপ্পি (২৪) ও হাসিব (২২) নামের দুই তরুণের নেতৃত্বে চালিতাতলী বাজার থেকে দেলোয়ার গাজীকে ডেকে নিয়ে একটি মাঠে তাঁকে মারধর করা হয়। মারধরের একপর্যায়ে বাপ্পিকে ‘আব্বা’ ডাকিয়ে ভিডিও ধারণ করা হয়েছে।
আজকের পত্রিকার এ প্রতিবেদকের হাতে আসা ওই ভিডিওতে দেখা যায়, দেলোয়ার গাজীকে ঘিরে কয়েকজন যুবক দাঁড়িয়ে রয়েছেন। তাঁদের মধ্যে একজন একটি পাইপ দিয়ে তাঁর শরীরে আঘাত করছেন। এ সময় ‘বাপ্পি আমারে আর মারিস না’ বলে আকুতি করছেন দেলোয়ার গাজী। এ সময় বাপ্পি নামের ওই যুবক তাঁকে আব্বা ডাকতে বলছেন। মারধর থেকে রেহাই পেতে দেলোয়ার গাজী তখন আব্বা ডাকছেন।
ভুক্তভোগী শ্রমিক লীগ ও যুবলীগ নেতা দেলোয়ার গাজী বলেন, ‘ইউনিয়নের উড়বুনিয়া এলাকার বিন্দু চৌকিদারের ছেলে বাপ্পি এবং একই এলাকার বাদল চৌকিদারের ছেলে হাসিবের নেতৃত্বে চালিতাতলীতে একটি গ্যাং বেপরোয়া হয়ে উঠেছে। মাদক সেবন ও ব্যবসার পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি, ইভ টিজিংসহ নানা অপরাধ কর্মকাণ্ড করে এই বাপ্পি-হাসিব গ্রুপ। এরা মাদক পকেটে ঢুকিয়ে দিয়ে মোবাইল ও টাকাপয়সা ছিনতাই করে। আমি এসবের প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে গতকাল (রোববার) রাত আটটার দিকে কথা বলার জন্য বাজার থেকে আমাকে পাশের একটি মাঠে ডেকে নেয়। পরে বাপ্পি, হাসিবসহ ৭–৮ জন মিলে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে ও আমাকে এলাকা ছাড়তে বলে। ওই সময় আমার জীবন বাঁচাতে আমাকে যা বলেছে, তখন তাই করেছি।’
দেলোয়ার গাজী আরও বলেন, ‘আমি চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। সুস্থ হয়ে ফিরে এসে আইনের আশ্রয় নিতে চাই।’
এদিকে গত বছরের অক্টোবর মাসে সুমন নামের এক যুবককে একই প্রক্রিয়ায় ধরে নিয়ে চালিতাতলী নদীর পাড়ে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন অভিযুক্তেরা। এ সময় সুমনকেও কান ধরে ওঠবস করিয়ে ভিডিও ধারণ করে বাপ্পি ও হাসিব গ্রুপের সদস্যরা। সেই ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে।
ওই ঘটনার ভুক্তভোগী চালিতাতলী এলাকার মো. সুমন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে আজকের পত্রিকাকে বলেন, ‘বাপ্পি ও হাসিব এলাকায় মাদক কারবার থেকে শুরু করে নানা অপরাধের সঙ্গে জড়িত। তাদের অপরাধ কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আমাকে মারধর করে কান ধরে ওঠবস করিয়েছিল বাপ্পি ও হাসিব গ্যাং। এ ঘটনায় আমি বাদী হয়ে বরগুনা সদর থানায় মামলা করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত বাপ্পি ও হাসিব গ্রেপ্তার হয়নি।’
এসব বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের এলাকায় খুঁজে পাওয়া যায়নি এবং তাঁদের ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘দেলোয়ার গাজীকে মারধরের একটি ঘটনা শুনেছি। এখন পর্যন্ত থানায় অভিযোগ বা মামলার জন্য কেউ আসেনি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে ভুক্তভোগী সুমনের মামলা প্রসঙ্গে ওসি বলেন, ‘ওই ঘটনার তদন্ত চলছে। আসামিদের ধরতে একাধিকবার অভিযান চালিয়েছে পুলিশ। তবে এখনো আটক সম্ভব হয়নি।’
বরগুনা সদরে এম বালিয়াতলী ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন গাজী (৪৮) মারধরের শিকার হয়েছেন বলে জানা গেছে।
দেলোয়ার গাজীর অভিযোগ, রোববার রাত আটটার দিকে স্থানীয় বাপ্পি (২৪) ও হাসিব (২২) নামের দুই তরুণের নেতৃত্বে চালিতাতলী বাজার থেকে দেলোয়ার গাজীকে ডেকে নিয়ে একটি মাঠে তাঁকে মারধর করা হয়। মারধরের একপর্যায়ে বাপ্পিকে ‘আব্বা’ ডাকিয়ে ভিডিও ধারণ করা হয়েছে।
আজকের পত্রিকার এ প্রতিবেদকের হাতে আসা ওই ভিডিওতে দেখা যায়, দেলোয়ার গাজীকে ঘিরে কয়েকজন যুবক দাঁড়িয়ে রয়েছেন। তাঁদের মধ্যে একজন একটি পাইপ দিয়ে তাঁর শরীরে আঘাত করছেন। এ সময় ‘বাপ্পি আমারে আর মারিস না’ বলে আকুতি করছেন দেলোয়ার গাজী। এ সময় বাপ্পি নামের ওই যুবক তাঁকে আব্বা ডাকতে বলছেন। মারধর থেকে রেহাই পেতে দেলোয়ার গাজী তখন আব্বা ডাকছেন।
ভুক্তভোগী শ্রমিক লীগ ও যুবলীগ নেতা দেলোয়ার গাজী বলেন, ‘ইউনিয়নের উড়বুনিয়া এলাকার বিন্দু চৌকিদারের ছেলে বাপ্পি এবং একই এলাকার বাদল চৌকিদারের ছেলে হাসিবের নেতৃত্বে চালিতাতলীতে একটি গ্যাং বেপরোয়া হয়ে উঠেছে। মাদক সেবন ও ব্যবসার পাশাপাশি ছিনতাই, চাঁদাবাজি, ইভ টিজিংসহ নানা অপরাধ কর্মকাণ্ড করে এই বাপ্পি-হাসিব গ্রুপ। এরা মাদক পকেটে ঢুকিয়ে দিয়ে মোবাইল ও টাকাপয়সা ছিনতাই করে। আমি এসবের প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে গতকাল (রোববার) রাত আটটার দিকে কথা বলার জন্য বাজার থেকে আমাকে পাশের একটি মাঠে ডেকে নেয়। পরে বাপ্পি, হাসিবসহ ৭–৮ জন মিলে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে ও আমাকে এলাকা ছাড়তে বলে। ওই সময় আমার জীবন বাঁচাতে আমাকে যা বলেছে, তখন তাই করেছি।’
দেলোয়ার গাজী আরও বলেন, ‘আমি চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। সুস্থ হয়ে ফিরে এসে আইনের আশ্রয় নিতে চাই।’
এদিকে গত বছরের অক্টোবর মাসে সুমন নামের এক যুবককে একই প্রক্রিয়ায় ধরে নিয়ে চালিতাতলী নদীর পাড়ে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন অভিযুক্তেরা। এ সময় সুমনকেও কান ধরে ওঠবস করিয়ে ভিডিও ধারণ করে বাপ্পি ও হাসিব গ্রুপের সদস্যরা। সেই ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে।
ওই ঘটনার ভুক্তভোগী চালিতাতলী এলাকার মো. সুমন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে আজকের পত্রিকাকে বলেন, ‘বাপ্পি ও হাসিব এলাকায় মাদক কারবার থেকে শুরু করে নানা অপরাধের সঙ্গে জড়িত। তাদের অপরাধ কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আমাকে মারধর করে কান ধরে ওঠবস করিয়েছিল বাপ্পি ও হাসিব গ্যাং। এ ঘটনায় আমি বাদী হয়ে বরগুনা সদর থানায় মামলা করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত বাপ্পি ও হাসিব গ্রেপ্তার হয়নি।’
এসব বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের এলাকায় খুঁজে পাওয়া যায়নি এবং তাঁদের ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘দেলোয়ার গাজীকে মারধরের একটি ঘটনা শুনেছি। এখন পর্যন্ত থানায় অভিযোগ বা মামলার জন্য কেউ আসেনি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে ভুক্তভোগী সুমনের মামলা প্রসঙ্গে ওসি বলেন, ‘ওই ঘটনার তদন্ত চলছে। আসামিদের ধরতে একাধিকবার অভিযান চালিয়েছে পুলিশ। তবে এখনো আটক সম্ভব হয়নি।’
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে মোহাম্মদ নুর (২৫) নামের এক রোহিঙ্গা কমিউনিটি নেতাকে (মাঝি) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে এ ঘটনা ঘটে।
১ মিনিট আগেরাজধানীর গুলশানের একটি বাড়িতে গতকাল মঙ্গলবার মধ্যরাতে দরজা ভেঙে ঢুকে পড়ে শতাধিক ব্যক্তি। বাড়িটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বলে দাবি করেন তারা। ওই বাড়িতে গণ–অভ্যুত্থানে ছাত্র–জনতা হত্যাকারীরা আশ্রয় নিয়েছে এবং অবৈধ অস্ত্র...
৮ মিনিট আগে‘মায়ের রক্তচাপ বেড়ে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিল। উপায় না পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকাতে নিয়ে যাই। কারণ মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তিন দিন সেখানে চিকিৎসা শেষে আবার মাদারীপুরে আসি। কিন্তু এই চিকিৎসা এখানেই...
৯ ঘণ্টা আগেকেউ একা এসেছেন, কেউ পরিবার নিয়ে। কারও হাতে হালিমের বাটি, আবার কারও হাতে ছোলা ভুনা, পিঁয়াজু, বেগুনির প্যাকেট। সবাই ইফতারি কিনতে ভিড় জমিয়েছেন রাজধানীর বেইলি রোডে। পুরান ঢাকার চকবাজারের পর রকমারি ইফতার বাজার হিসেবে রাজধানীবাসীর অন্যতম পছন্দের জায়গা বেইলি রোড। প্রতিবছরের মতো এবার রমজানেও সুস্বাদু...
৯ ঘণ্টা আগে