পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে সালিসে পক্ষ নিতে রাজি না হওয়ায় হেমায়েত উদ্দিন হিমু নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে উপজেলা কৃষকদলের সদস্য নীরব হাওলাদার ও ইউনিয়ন বিএনপি নেতা হুমায়ুন কবিরের বিরুদ্ধে।
গতকাল মঙ্গলবার উপজেলার কালিশুরি ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে। আহত হেমায়েত উদ্দিন হিমু বাউফলের কালিশুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য ও আসন্ন কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী। বর্তমানে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আজ বুধবার বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে গত ১৩ মার্চ উপজেলার কালিশুরি ইউনিয়নের ব্যবসায়ী বাবুল হাওলাদারের সঙ্গে বিএনপি নেতা হুমায়ুন কবিরের বিরোধের সৃষ্টি হয়। বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় উভয় পক্ষ থানা-পুলিশের শরণাপন্ন হয়। পরবর্তীতে উভয় পক্ষ মামলা দায়ের না করে স্থানীয়ভাবে সালিসের দাবি জানায়। ভুক্তভোগীদের দাবির প্রেক্ষিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ পাঁচ ব্যক্তিকে সালিস মানা হয়। সালিসের পূর্বে অভিযুক্ত নীরব ও হুমায়ুন আহত হেমায়েত উদ্দিন হিমুকে তাদের পক্ষ নেওয়ার অনুরোধ জানায়। এতে রাজি না হলে উভয়ে মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
পরে গতকাল মঙ্গলবার আহত আওয়ামী লীগ নেতা হেমায়েত উদ্দিন হিমু নিজ ব্যবসা প্রতিষ্ঠানের পাওনা টাকা তুলতে বের হলে নীরব ও হুমায়ুন তার ওপর হামলা চালায়। এসময় লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে এবং তার ব্যবসায়িক কালেকশনের ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
অভিযোগ স্বীকার করে নীরব হাওলাদার বলেন, ‘পেটানোর কাজ করেছে দেখেই তাকে পেটানো হয়েছে। আমার সাত বছরের বাচ্চার গলায় যারা চাকু ধরে চেইন ছিনতাই করেছে, তাদের সঙ্গে হিমুর সম্পর্ক। তার নেতৃত্বে সেই ঘটনা ঘটেছে দেখেই তাকে পেটানো হইছে।’
এ বিষয়ে বাউফল থানার ওসি শোনীত কুমার গায়েন বলেন, ‘অভিযোগের সত্যতা পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পটুয়াখালীর বাউফলে সালিসে পক্ষ নিতে রাজি না হওয়ায় হেমায়েত উদ্দিন হিমু নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে উপজেলা কৃষকদলের সদস্য নীরব হাওলাদার ও ইউনিয়ন বিএনপি নেতা হুমায়ুন কবিরের বিরুদ্ধে।
গতকাল মঙ্গলবার উপজেলার কালিশুরি ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে। আহত হেমায়েত উদ্দিন হিমু বাউফলের কালিশুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য ও আসন্ন কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী। বর্তমানে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আজ বুধবার বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে গত ১৩ মার্চ উপজেলার কালিশুরি ইউনিয়নের ব্যবসায়ী বাবুল হাওলাদারের সঙ্গে বিএনপি নেতা হুমায়ুন কবিরের বিরোধের সৃষ্টি হয়। বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় উভয় পক্ষ থানা-পুলিশের শরণাপন্ন হয়। পরবর্তীতে উভয় পক্ষ মামলা দায়ের না করে স্থানীয়ভাবে সালিসের দাবি জানায়। ভুক্তভোগীদের দাবির প্রেক্ষিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ পাঁচ ব্যক্তিকে সালিস মানা হয়। সালিসের পূর্বে অভিযুক্ত নীরব ও হুমায়ুন আহত হেমায়েত উদ্দিন হিমুকে তাদের পক্ষ নেওয়ার অনুরোধ জানায়। এতে রাজি না হলে উভয়ে মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
পরে গতকাল মঙ্গলবার আহত আওয়ামী লীগ নেতা হেমায়েত উদ্দিন হিমু নিজ ব্যবসা প্রতিষ্ঠানের পাওনা টাকা তুলতে বের হলে নীরব ও হুমায়ুন তার ওপর হামলা চালায়। এসময় লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে এবং তার ব্যবসায়িক কালেকশনের ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
অভিযোগ স্বীকার করে নীরব হাওলাদার বলেন, ‘পেটানোর কাজ করেছে দেখেই তাকে পেটানো হয়েছে। আমার সাত বছরের বাচ্চার গলায় যারা চাকু ধরে চেইন ছিনতাই করেছে, তাদের সঙ্গে হিমুর সম্পর্ক। তার নেতৃত্বে সেই ঘটনা ঘটেছে দেখেই তাকে পেটানো হইছে।’
এ বিষয়ে বাউফল থানার ওসি শোনীত কুমার গায়েন বলেন, ‘অভিযোগের সত্যতা পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়েছে পার্বণ নবান্ন উৎসব। গ্রাম বাংলার নানা অনুষঙ্গ ও আয়োজনে মেতে উঠে হাজারো মানুষ। নদীর তীরে জমজমাট নবান্ন উৎসবে পিঠাপুলি, লোকগান, খেলাধুলার প্রতিযোগিতাসহ হয় নানা রকম আয়োজন করা হয়।
১৪ মিনিট আগেআজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগেরাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে কপালে টিপ পরে, ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এ সময় পোশাক ও হাঁটা দেখে আশপাশের শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপারসহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে যান...
৩ ঘণ্টা আগেবরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
৩ ঘণ্টা আগে