Ajker Patrika

দাদাবাড়িতে বেড়াতে এল দুই বোনের কফিন

বরগুনা প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১১: ২২
দাদাবাড়িতে বেড়াতে এল দুই বোনের কফিন

বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকত যমজ দুই বোন লামিয়া ও সামিয়া। নানি আর মাকে নিয়ে বরগুনার তালতলীতে দাদাবাড়িতে বেড়াতে আসছিল তারা। দাদাবাড়ি ঠিকই ফিরল তারা, কিন্তু কফিনে শুয়ে।

লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত সামিয়া (৪) ও লামিয়ার (৪) মরদেহ শনাক্ত করে আজ শনিবার সকালে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গ থেকে নিয়ে গেছেন স্বজনেরা। নিহতদের মামার কাছে এ দুই যমজ শিশুর মরদেহ হস্তান্তর করা হয়।  

নিহত সামিয়া ও লামিয়া বরগুনার তালতলী উপজেলার আগাপাড়া গ্রামের রফিক হোসেনের মেয়ে। তারা মায়ের সঙ্গে দাদাবাড়ি বেড়াতে আসছিল।  

নিহতদের স্বজনেরা জানান, মা শিমু আক্তার ও নানি দুলু বেগমের সঙ্গে গত বৃহস্পতিবার দাদাবাড়ি বেড়াতে বরগুনা আসছিল। বাবা অফিসের কাজে ব্যস্ত থাকায় তাঁর আসা হয়নি। এরপর ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটি ঝালকাঠির সুগন্ধা নদীতে এলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গুরুতর দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সামিয়া ও লামিয়া। তাদের নানি দুলু বেগম গুরুতর আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় তাদের মা শিমু আক্তার এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। তাদের বাবা রফিক স্ত্রীকে খুঁজতে বরিশালে আছেন।  

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ। এ ঘটনায় ৪১ জনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছে শতাধিক। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও অনেকে। নিহত ৪১ জনের ৩৭ জনই বরগুনার বাসিন্দা। এ নিয়ে সাতটি মরদেহ হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। বাকি ৩০ মরদেহ বরগুনা সদর হাসপাতালের রাখা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত