Ajker Patrika

লোকালয়ে আ.লীগ নেতার খামার, পরিবেশ অধিদপ্তরের নাকের ডগায় চলছে সম্প্রসারণ

  • বন্ধের নির্দেশ দিয়ে চুপ পরিবেশ অধিদপ্তর
  • দেড় মাসেও বন্ধ হয়নি, উল্টো বাড়ানো হচ্ছে খামারের শেড
খান রফিক, বরিশাল
পিরোজপুরের ভান্ডারিয়ায় জনবসতিপূর্ণ এলাকায় গড়ে তোলা আওয়ামী লীগ নেতার সমন্বিত খামার। গতকাল দুপুরে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে। ছবি: আজকের পত্রিকা
পিরোজপুরের ভান্ডারিয়ায় জনবসতিপূর্ণ এলাকায় গড়ে তোলা আওয়ামী লীগ নেতার সমন্বিত খামার। গতকাল দুপুরে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে লোকালয়ে গড়ে ওঠা একটি খামারের কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। গরু, ছাগল ও মুরগির সমন্বয়ে খামারটি করেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহীদুল হক খান পান্না।

খামারের আশপাশেই রয়েছে বসতঘর, স্কুল ও মসজিদ। খামার থেকে ছড়ানো দুর্গন্ধ আর শব্দদূষণে সেখানে বসবাসকারীরা বিপাকে পড়েছে। সম্প্রতি ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলে কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে খামারটি বন্ধের নির্দেশ দেন। কিন্তু এরপর দেড় মাস পেরোলেও খামার বন্ধ হয়নি। এ বিষয়ে এখন চুপ আছে পরিবেশ অধিদপ্তরও।

খোঁজ নিয়ে জানা গেছে, ভান্ডারিয়ার শিয়ালকাঠী গ্রামে দুই বছর আগে ‘আরআর অ্যাগ্রো ফার্ম’ গড়ে তোলেন আওয়ামী লীগ নেতা শহীদুল হক খান পান্না। তিনি পিরোজপুরের সাবেক সংসদ সদস্য আউয়াল মোল্লার ঘনিষ্ঠ সহচর। তাই লোকালয়ে খামার গড়ে তুললেও পান্নার বিরুদ্ধে এত দিন কেউ মুখ খুলতে পারেননি। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর ভুক্তভোগীরা সম্প্রতি পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দেন।

ডেইরি ফার্মের পাশের বসতঘরের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হাই খান জানান, গরু, ছাগল, মুরগির ফার্মটি করা হয়েছে তাঁর ঘরের পাশেই। ফার্মের চারপাশে আরও অন্তত ১০টি বসতঘর আছে। পশু, পাখির গন্ধ আর শব্দদূষণে সেখানে বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে। কিন্তু ফার্মের মালিক পাত্তাই দিচ্ছেন না।

আব্দুল হাই খান বলেন, খামারটি বন্ধে পরিবেশ অধিদপ্তরের নির্দেশের দেড় মাস পার হলেও কাজ হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে পিরোজপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শহীদুল হক খান পান্নার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও সাড়া দেননি তিনি।

তবে পান্নার ভাই খামারের পরিচালনাকারী সিরাজুল হক সাবু বলেন, ষড়যন্ত্রমূলক প্রতিবেশীরা ফার্ম বন্ধ করার জন্য পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দিয়েছে। তাঁদের বিরুদ্ধে একটি মহল নানা চক্রান্ত করছে।

পরিবেশ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র দে বলেন, ‘ফার্মটি সম্প্রতি পরিদর্শন করেছি। সেখানকার কর্মচারীরা বলেছে, ফার্ম বন্ধ করে দেবে।’

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, ‘বসতবাড়ির এত কাছে ডেইরি ফার্ম করা যায় না। এটি পরিবেশের জন্য ক্ষতিকর। তাই নোটিশ দিয়ে খামারটি বন্ধ করার নির্দেশ দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত