ঝালকাঠিতে অটোরিকশা উল্টে মাদ্রাসাছাত্র নিহত

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ২০: ৪২

ঝালকাঠির রাজাপুরে অটোরিকশা উল্টে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের কাঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মারজান হোসেন (১০) পিরোজপুরের কাউখালী উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাথী গ্রামের লুৎফর বেপারীর ছেলে এবং রাজাপুর হিজবুল কোরআন মাদ্রাসায় হিফজ বিভাগের ছাত্র ছিল। 

নিহতের মামা মো. হাসান বলেন, ‘মাদ্রাসা দুদিন বন্ধ দেওয়ার কারণে আমার বোন ভাগনে মারজানকে বাড়ি নিয়ে আসার জন্য দুপুরে রাজাপুর হিজবুল কোরআন মাদ্রাসায় যান। অটোরিকশায় তাকে নিয়ে বিকেলে বাড়ি ফেরার পথে কাঠিপাড়া এলাকায় আসলে গাড়িটি হঠাৎ রাস্তায় উল্টে যায়। এতে আমার ভাগনে গুরুতর আহত হলে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ 

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তমাল হালদার বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান বলেন, স্বজনেরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত