Ajker Patrika

কাঠালিয়ায় নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, কাঠালিয়া (ঝালকাঠি) 
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২১: ০৩
কাঠালিয়ায় নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠির কাঠালিয়ায় পলি আক্তার (১৫) নামের এক নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন স্বজনেরা। পরে আমুয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মঙ্গলবার বিকেলে উপজেলার আমুয়া ইউনিয়নের পূর্ব পাড় এলাকায় এ ঘটনা ঘটে। পলি আক্তার আমুয়া ১ নং ওয়ার্ডের হারুন তালুকদারের মেয়ে ও স্থানীয় পূর্ব আমুয়া বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

নিহত পলির বাবা হারুন তালিকদার জানান, ‘সকলের অজান্তে ঘরের আড়ার সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পলি। পরে ঘরের লোকজন তাকে ঝুলতে দেখে রশি কেটে দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান জানান, পলি আক্তারকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তিনি মারা গেছে।

কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পলি আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য বুধবার লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত