Ajker Patrika

বরিশালে বিএনপির সমাবেশ শুরু, নেতা-কর্মীদের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে বিএনপির সমাবেশ শুরু, নেতা-কর্মীদের হাতাহাতি

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার বেলা পৌনে ৩টার দিকে প্রধান অতিথি দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ অতিথিরা মঞ্চে পৌঁছান। সমাবেশে প্রথমে স্থানীয় নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন। সমাবেশস্থল জিলা স্কুল মাঠ এরই মধ্যে নেতা-কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে গেছে। বিভিন্ন স্থান থেকে একের পর এক মিছিল ভেন্যুতে সমাবেশস্থল পৌঁছায়। তবে সমাবেশ শুরুর পর মঞ্চের সামনে নেতা-কর্মীদের মধ্যে কয়েক দফা হাতাহাতি হয়। 

বিএনপির সমাবেশ মঞ্চে এরই মধ্যে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি ড. আব্দুল মঈন খান ছাড়াও প্রধান বক্তা দলটির সহসভাপতি ব্যারিস্টার শাজাহান ওমর। এ ছাড়া বিশেষ অতিথি বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারসহ এই অঞ্চলের শীর্ষ নেতারা মঞ্চে পৌঁছে গেছেন। সমাবেশের সভাপতিত্ব করছেন নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। 

সমাবেশ চলাকালে বিকেল ৩টার দিকে মঞ্চের সামনে নেতা-কর্মীদের দুটি পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পরেন। দফায় দফায় এ সংঘাতে সমাবেশ কিছুটা ছন্দপতন হয়। 

এদিকে দূর দুরন্ত থেকে আসা নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, নানাভাবে বাধার সম্মুখীন হয়েছেন তাঁরা। নদী পথে অনেক নেতা-কর্মীই ট্রলারে এসেছেন।

নলছিটি থেকে আসা মো. রফিকুল ইসলাম মাঝি বলেন, ‘তিনি নেতা-কর্মীদের সঙ্গে এসেছেন। দুর্বিষহ জীবন থেকে মুক্তি চাই।’ মেহেন্দীগঞ্জ থেকে আসা বিএনপি নেতা শাজাহান মিয়া বলেন, ‘তারা ২০টি নৌকায় করে সমাবেশে এসেছেন।

বিকেল সোয়া ৩টা নাগাদ সমাবেশ স্থল লোকে লোকারণ্য হয়ে যায়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত