আগৈলঝাড়ায় বিএনপি নেতাদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৪: ২৪
Thumbnail image

বরিশালের আগৈলঝাড়ায় রাস্তার পাশে লাগানো সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে উপজেলা বন কর্মকর্তা ও থানা-পুলিশ গিয়ে কেটে ফেলা গাছগুলো জব্দ করে।

এলাকাবাসী জানায়, আজ সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের মোহনকাঠি রাস্তায় লাগানো সরকারি বিভিন্ন প্রজাতির ১০টি গাছ কেটে ফেলা হয়। রত্নপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান ইসমাইলের নেতৃত্বে এ সময় সঙ্গে ছিলেন রত্নপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লাল মিয়া হাওলাদার, মিঠু হাওলাদার ও ফরিদ হালাদার। বিষয়টি জানালে উপজেলা বন কর্মকর্তা স্বপন হালদার পুলিশ নিয়ে সেখানে গিয়ে কেটে নেওয়া গাছগুলো জব্দ করেন। 

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা বন কর্মকর্তা স্বপন হালদার আজকের পত্রিকাকে বলেন, সড়কের পাশে সরকারি গাছ কাটার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত