কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘লংফিন ব্যাট ফিশ’

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২২, ১৪: ৪৪
আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১৬: ০৬

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ‘লংফিন ব্যাট’ নামের একটি মাছ। এটির ওজন ৩ কেজি ৭৫০ গ্রাম। এর বৈজ্ঞানিক নাম প্লাট্যাক্স টেইরা।

গতকাল শনিবার রাত ১০টায় কুয়াকাটা সৈকতের কাওসার নামের এক ফ্রাই ব্যবসায়ীর দোকানে এ মাছটির দেখা মেলে। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় জমান পর্যটকেরা। পরে এ মাছটি ৩ হাজার টাকায় কিনে নেয় এক পর্যটক। তবে এ মাছ সচরাচর দেখা যায় না বলে জানিয়েছে ফ্রাই ব্যবসায়ীরা।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এই মাছটির প্রধান নাম ‘লংফিন ব্যাট ফিশ’। এটি টেইরা ব্যাট ফিশ, লংফিন স্প্যাড ফিশ বা গোলাকার মুখে ব্যাট ফিশ নামেও পরিচিত। এটির দৈর্ঘ্যে ৬০ সেন্টিমিটার পর্যন্ত আকারে বৃদ্ধি পেতে পারে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত