কৃষকের পায়ের রগ কেটে হত্যাচেষ্টা, আসামি ঢাকায় গ্রেপ্তার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 
Thumbnail image
গ্রেপ্তার জাহাঙ্গীর মাতুব্বর। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দশমিনায় লাল মিয়া হাওলাদার (৫৫) নামের এক কৃষকের দুই পায়ের রগ কেটে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি জাহাঙ্গীর মাতুব্বর (৫৩) ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে দশমিনা থানা-পুলিশ ও র‍্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে রাজধানীর বাবুবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার জাহাঙ্গীর উপজেলার বড় গোপালদী গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী লাল মিয়ার বাড়িও একই গ্রামে।

এর আগে ৮ নভেম্বর জমিজমা নিয়ে বিরোধের জেরে লাল মিয়াকে জাহাঙ্গীর, তাঁর দুই ছেলে রাকিব আর রাহাতসহ তিন-চারজন কুপিয়ে জখম করেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, খেতের ধান গরু দিয়ে নষ্টের প্রতিবাদ করায় জাহাঙ্গীর, রাকিব, রাহাতসহ ৪-৫ জন লাল মিয়াকে কুপিয়ে পায়ের গোড়ালির রগ কেটে দেন। এ ঘটনায় দশমিনা থানায় ১০ নভেম্বর হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়।

গতকাল শুক্রবার থানা-পুলিশ ও র‍্যাব-১০ প্রধান আসামি জাহাঙ্গীরকে ঢাকা থেকে গ্রেপ্তার করে। আজ শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার মামলার ২ নম্বর আসামি রাকিব মাতুব্বর দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাঁকে কারাগারে পাঠান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত