দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় বাজার থেকে বাড়ি ফেরার পথে এক যুবককে মারধর করে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ জানানো হয়েছে।
থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর ওয়ার্ডের বাসিন্দা মো. আবুল বশার গত মঙ্গলবার রাতে বহরমপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে দক্ষিণ আদমপুর রাস্তায় কিছু যুবক তাঁকে মারধর করে চেইন, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে এলাকার লোকজন তাঁকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দশমিনা থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।
আবুল বশার বলেন, ‘আমি বাজার করে বাড়ি ফিরছিলাম। পথে দক্ষিণ আদমপুর এলাকায় জিহাদ হাওলার, তরিকুল ইসলাম, রাকিব, সাইফুল আমাকে মারধর করে গলায় থাকা স্বর্ণের চেইন, নগদ ৪৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। আমি ন্যায়বিচারের জন্য থানায় অভিযোগ দায়ের করি।’
এ বিষয়ে জানতে চাইলে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘আবুল বশারের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
পটুয়াখালীর দশমিনায় বাজার থেকে বাড়ি ফেরার পথে এক যুবককে মারধর করে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতে উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ জানানো হয়েছে।
থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর ওয়ার্ডের বাসিন্দা মো. আবুল বশার গত মঙ্গলবার রাতে বহরমপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে দক্ষিণ আদমপুর রাস্তায় কিছু যুবক তাঁকে মারধর করে চেইন, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে এলাকার লোকজন তাঁকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দশমিনা থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।
আবুল বশার বলেন, ‘আমি বাজার করে বাড়ি ফিরছিলাম। পথে দক্ষিণ আদমপুর এলাকায় জিহাদ হাওলার, তরিকুল ইসলাম, রাকিব, সাইফুল আমাকে মারধর করে গলায় থাকা স্বর্ণের চেইন, নগদ ৪৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। আমি ন্যায়বিচারের জন্য থানায় অভিযোগ দায়ের করি।’
এ বিষয়ে জানতে চাইলে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘আবুল বশারের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর তানোর ও বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন বিএনপির কর্মী, অন্যজন দলের অঙ্গ সংগঠন জিয়া মঞ্চের উপজেলা সভাপতি।
৭ মিনিট আগেনিখুঁত মাপের আরামদায়ক পোশাক তৈরির জন্য সারা বছরই দরজিপাড়ায় কম-বেশি ব্যস্ততা দেখা যায়। তবে এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের সবচেয়ে ব্যস্ত সময় কাটে দুই ঈদে। এবার ঈদুল ফিতর সামনে রেখে এরই মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে চট্টগ্রাম নগরীর দরজিপাড়াগুলোতে। নগরীর খলিফাপট্টিতে দরজিশ্রমিকেরা এখন মহাব্যস্ত। যেন দম ফে
১১ মিনিট আগেঈশ্বরগঞ্জে হত্যা মামলার সন্দেহভাজন চার আসামির কাছ থেকে নেওয়া ঘুষের ৬০ হাজার টাকার মধ্যে ৫৯ হাজার টাকা ফেরত দিয়েছেন এক পুলিশ সদস্য। আজ বুধবার এক ভুক্তভোগীর বাবা মোনায়েম হোসেনকে ডেকে ঘুষের ওই টাকা ফেরত দেন উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।
২৫ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের এক অভিযানে বাধা দিয়ে আটক হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা। পরে তিনি মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন। বুধবার (১২ মার্চ) দুপুরে পাগলার আলীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আটক ছাত্রনেতার নাম তরিকুল ইসলাম পিয়াস। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগর শাখার
২৮ মিনিট আগে