ভোলা প্রতিনিধি
ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ প্রায় ১৪ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে। এই ১৪ বছরে বিএনপির ওপর কোনো জুলুম-নির্যাতন করা হয়নি। কিন্তু বিএনপি যখনই সুযোগ পেয়েছে ঠিক তখনই আওয়ামী লীগের ওপর অত্যাচার-নির্যাতন ও জুলুম করেছে।’
আজ সোমবার দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। সদর উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
তোফায়েল আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি করে না। আর ভবিষ্যতেও করবে না। আওয়ামী লীগ কোনো নেতার দল নয়, আওয়ামী লীগ হচ্ছে কর্মীর দল। তাই আপনারা প্রতিটি ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলুন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গ্রামকে শহরে রূপান্তরিত করেছেন। তা আজ বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে দৃশ্যমান।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন—জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রমুখ।
ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ প্রায় ১৪ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে। এই ১৪ বছরে বিএনপির ওপর কোনো জুলুম-নির্যাতন করা হয়নি। কিন্তু বিএনপি যখনই সুযোগ পেয়েছে ঠিক তখনই আওয়ামী লীগের ওপর অত্যাচার-নির্যাতন ও জুলুম করেছে।’
আজ সোমবার দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। সদর উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।
তোফায়েল আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি করে না। আর ভবিষ্যতেও করবে না। আওয়ামী লীগ কোনো নেতার দল নয়, আওয়ামী লীগ হচ্ছে কর্মীর দল। তাই আপনারা প্রতিটি ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলুন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গ্রামকে শহরে রূপান্তরিত করেছেন। তা আজ বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে দৃশ্যমান।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন—জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রমুখ।
কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ডাকা সালিসে দুই ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী।
১০ মিনিট আগেঝিনাইদহের সাবেক দুই সংসদ সদস্যকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ জামিন আবেদন মঞ্জুর করেন।
৩৮ মিনিট আগেমিসরের ইজিপ্ট এয়ারের দুটি উড়োজাহাজ ভাড়ায় অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাঁচ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন বিমানের এই কর্মকর্তাদের কারাগারে
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের কুতুবপুরে কবরস্থানের গাছ থেকে হাসান আহমেদ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার কুতুবপুর ইউনিয়নের শাহী মহল্লা কবরস্থানের কবর খননকারী কয়েক ব্যক্তি লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
১ ঘণ্টা আগে