রাজাপুরে গৃহবধূর লাশ উদ্ধার, আত্মহত্যা প্ররোচনার মামলায় স্বামী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ১৭: ৫০

ঝালকাঠির রাজাপুরে গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে আজ শনিবার সকালে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী গ্রামে গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূ হলেন নাসরিন আক্তার (২৩) ও তাঁর গ্রেপ্তার স্বামী হলেন বড় কৈবর্তখালী গ্রামের মো. রফিকুল ইসলাম। নিহতের বাবা হলেন রাজাপুর উপজেলার গালুয়া দুর্গাপুরের মো. নাসির খান। 

লাশ উদ্ধার ও গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) পলাশ। 

এসআই পলাশ বলেন, ‘পারিবারিক কলহের কারণে রফিক প্রায়ই নাসরিনকে মারধর করতেন। এই ঘটনায় নাসরিনের বাবার দায়ের করা মামলায় রফিকুলকে গ্রেপ্তার দেখিয়ে আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে নাসরিনের লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।’ 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালে পারিবারিকভাবে মো. রফিকুল ইসলামের সঙ্গে নাসরিনের বিয়ে হয়। তাঁদের সংসারে চার বছরের ছেলে-সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই রফিকুল বিভিন্ন মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এতে তাঁদের মধ্যে ঝগড়া লেগে থাকত। 

গতকাল রাতে গৃহবধূর লাশ উদ্ধারের পর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী রফিকুল ইসলামকে ওই রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ। গৃহবধূর বাবা মো. নাসির খান বাদী হয়ে জামাতার নামে রাজাপুর থানায় মামলা দায়ের করেন বলে জানায় পুলিশ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

ভারত ও তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত