Ajker Patrika

পিরোজপুরে সড়কের ওপর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা 

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ২৩: ১২
পিরোজপুরে সড়কের ওপর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা 

পিরোজপুরে পূর্ব শত্রুতার জেরে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাঁকে আহত অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গতকাল মঙ্গলবার রাতেই তাঁর মৃত্যু হয়। 

এ ঘটনায় আজ বুধবার দুপুরে রাসেল হত্যার বিচার দাবিতে পিরোজপুর শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে তাঁর সহপাঠীরা। 

নিহত রাসেল (২২) পিরোজপুর পৌরসভার মুক্তারকাঠী এলাকার সৈয়দ ইদ্রিস মীরের ছেলে। তিনি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। 

রাসেলের বোন রুমা আজকের পত্রিকাকে জানান, গতকাল মঙ্গলবার দুপুরে রাসেল এক চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে তাঁর বাড়িতে দেখা করতে যান। সেখান থেকে ফেরার পথে ঘটনাস্থলে আগে থেকে ওত পেতে থাকা ফারুক ও গাঙ্গুয়া পেছন থেকে লাঠিসোঁটা নিয়ে রাসেলের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাঁকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে এবং পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১টার দিকে রাসেল মারা যান। 

এ বিষয়ে প্রতিবেশীরা জানান, সম্প্রতি সদর উপজেলার কদমতলা গ্রামের রিয়াজুল নামের এক যুবককে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় রাসেল ও তাঁর বন্ধুরা। এর জের ধরে রাসেলের ওপর প্রতিশোধ নিতে বিভিন্ন সময়ে রাসেলকে অনুসরণ করত। 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত